আঙ্গুলে চোট পেলেন সাকিব আল হাসান

আঙ্গুলে চোট পেলেন সাকিব আল হাসান

ফিল্ডিং করার সময় আঙুলে ব্যথা পেয়ে মাঠের বাইরে চলে গেছেন সাকিব আল হাসান।

মোস্তাফিজের করা ইনিংসের ৪২তম ওভারের প্রথম বলে চান্ডিমাল এক্সট্রা কভারে ঠেলে দিয়ে রান নেওয়ার চেষ্টা করলে সাকিব দ্রুত বল ধরতে গিয়ে পড়ে যান। পড়ে যাওয়ার সময় বাঁহাতের আঙুলে ব্যথা পান সাকিব। পড়ে ফিজিওয়ের সঙ্গে মাঠের বাইরে চলে যান এ তারকা। এখনো তার ইনজুরি সম্পর্কে আর কিছু জানা যায়নি।

এই ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলের সবচেয়ে সফল খেলোয়াড় বললে ভুল বলা হবে না তাঁকে। এর আগে প্রায় সব ম্যাচেই ব্যাট ও বল হাতে দারুণ সফল ছিলেন সাকিব আল হাসান। এদিনও বল হাতে খুব একটা খারাপ করছিলেন না, পাঁচ ওভার বল করে ২০ রান দিয়ে ভালোই বল করছিলেন। কিন্তু হঠাৎ ফিল্ডিং করতে গিয়ে চোটে আক্রান্ত হন। বাঁহাতের আঙুলে ব্যথা পেয়ে মাঠে ছেড়ে যেতে হয়েছে তাঁকে। ব্যথাটা এমন যে পরে আর ফিল্ডিং করতেও পারেননি।

এর আগে প্রায় প্রতিটি বলেই সাকিব ছিলেন বেশ উজ্জ্বল। সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে ৩৭ রান এবং বল হাতে তিন উইকেট নেন। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৬৭ রান করেন এবং তিন উইকেট পান। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ম্যাচেও তিনি ছিলেন সফল, ৫১ রান করেন এবং তিন উইকেট পান।