তাপস পাল দীর্ঘ ১৩ মাস পর জামিন পেলেন

তাপস পাল দীর্ঘ ১৩ মাস পর জামিন পেলেন

রোজভ্যালি-কাণ্ডে ১৩ মাস পর জামিন পেলেন কলকাতার জনপ্রিয় নায়ক তাপস পাল। আজ বৃহস্পতিবার মামলার শুনানি শেষে তাপস পালের জামিন মঞ্জুর করে কটক আদালত। এক কোটি টাকার ব্যক্তিগত বণ্ডে তাপসের জামিন মঞ্জুর হয়। এক সঙ্গে রয়েছে একাধিক শর্ত।

 

ভারতে বেআইনি অর্থ লগ্নি সংস্থার বিরুদ্ধে করা মামলায় ২০১৬ সালের ৩০ ডিসেম্বর রোজভ্যালি কাণ্ডে তাপস পালকে গ্রেফতার করেছিল সিবিআই। প্রথমে তাপস পালকে সল্টলেকের সিবিআই দপ্তরে ডেকে দীর্ঘক্ষণ জেরা করেন সিবিআইয়ের গোয়েন্দারা। সঙ্গে ছিলেন স্ত্রী নন্দিনী পাল।

 

কিন্তু জেরায় নথির সঙ্গে বক্তব্যের অসঙ্গতি মেলায় তাপস পালকে গ্রেফতার করে সিবিআই। রোজভ্যালির থেকে একাধিকবার তাপস পাল টাকা নিয়েছিলেন বলে প্রমাণ রয়েছে বলে দাবি করে সিবিআই। তাঁর স্ত্রীও ওই সংস্থা থেকে টাকা নিয়েছিলেন বলেও অভিযোগ ওঠে। ওই সংস্থার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন তাপস পাল এবং তাঁর স্ত্রী। প্রথমে জেলে থাকলেও, গুরুতর অসুস্থ হয়ে ওড়িশার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তাপস।

 

সিবিআই জানায়, তাপস সাংসদ হয়েও রোজ ভ্যালির ডিরেক্টর হিসেবে নিয়মিত বেতন পেতেন। সাংসদ প্যাডে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে রাজ্যের অন্যান্য লগ্নি সংস্থার বিরুদ্ধে অভিযোগ করলেও রোজ ভ্যালির নাম করেননি। উল্টো সাংসদ-পদ ব্যবহার করে রোজ ভ্যালিকে নানান সুযোগ-সুবিধা পাইয়ে দিয়েছেন। রাজনৈতিক নেতাদের সঙ্গে রোজ ভ্যালির যোগাযোগের মাধ্যম ছিলেন তাপস।