‘অন্যের গান স্টেজে গাওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নেই’- শাহনাজ বেলী

‘অন্যের গান স্টেজে গাওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নেই’- শাহনাজ বেলী

জনপ্রিয় লোকসংগীতশিল্পী শাহনাজ বেলী। দীর্ঘ সময় সংগীতে এই মাটির গান নিয়েই পাড়ি দিয়েছেন তিনি। ধারাবাহিকভাবে অনেক শ্রোতাপ্রিয় গানও উপহার দিয়েছেন। নতুন গানের বাইরে সারা বছরই স্টেজে সরব থাকেন এ শিল্পী। দেশেতো বটেই, বিদেশের মাটিতেও লোকসংগীত গেয়ে প্রশংসিত হচ্ছেন প্রতিনিয়ত। চলতি সময়ে নতুন গান ও শো নিয়ে ব্যস্ততা যাচ্ছে তার।সব মিলিয়ে কেমন আছেন? শাহনাজ বেলী বলেন, খুব ভালো আছি। গানের মধ্যে দিয়েই আসলে সময় চলে যায়। এত দ্রুত সময়টা চলে যায় বুঝেই উঠতে পারি না। বর্তমান ব্যস্ততা কি নিয়ে? শাহনাজ বেলী উত্তরে বলেন, শীত মৌসুম শুরু হওয়ার পর থেকেই টানা শো নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে শো করছি। এখনও টানা শো এর ব্যস্ততা চলছে। টানা শো করতে ক্লান্ত লাগে না? শাহনাজ বেলী হেসে বলেন, আসলে আমরাতো আর মেশিন না। তাই ক্লান্ত তো কিছুটা হই। কিন্তু তারপরও আমার যেহেতু পেশা ও নেশাই গান, তাই এটা নিয়ে থাকতেই ভালো লাগে। সত্যি বলতে স্টেজে গান গাইতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। দেশেতো বটেই, বিদেশে গেলেও শ্রোতাদের মধ্যে বাংলা ফোক গান নিয়ে যে আগ্রহ ও ভালোবাসা দেখি তাতে আমি মুগ্ধ। এই ভালোবাসার টানেই আসলে বার বার স্টেজে গাইতে ইচ্ছে করে। এর বাইরে বর্তমান ব্যস্ততা কি নিয়ে? শাহনাজ বেলী বলেন, শো এর ব্যস্ততার বাইরে নতুন গানের কাজ করছি। এরই মধ্যে বেশ কিছু গানের কাজ করেছি। এগুলো নির্দিষ্ট সময় পর পর অ্যালবাম আকারে প্রকাশ করবো বলে ঠিক করেছি। আর বিভিন্ন চ্যানেলে লাইভও করছি মাঝে মধ্যে। নতুন গান কবে নাগাদ পাবেন শ্রোতারা?  শাহনাজ বেলী বলেন, নতুন গানের কাজ চলছে। আমি জানি শ্রোতারা আমার নতুন গানের অপেক্ষায় আছেন। রাধা রমনের বেশ কিছু গানের কাজ শেষ করেছি। আরও কিছু করবো। একটি অ্যালবাম খুব শিগগিরই প্রকাশ করবো। এর বাইরে লালন ও মৌলিক ফোক গানের অ্যালবামও করবো। এগুলো আশা করছি চলতি বছরেই একটি একটি করে প্রকাশ করতে পারবো। অনেকেই বলে থাকেন লোকসংগীতের ভালো শিল্পী তেমন একটা বের হয়ে আসছেন না। অথবা যারা আসছেন দীর্ঘ সময় টিকে থাকতে পারছেন না। এ বিষয়ে আপনার অভিমত কি? শাহনাজ বেলী বলেন, আমি বিশ্বাস করি বাংলা লোকসংগীতের অবস্থা সব সময়ই ভালো। কারণ ফোক গান আমাদের শেকড়ের গান। আর শেকড়ের গানের কোন বিকল্প নেই। তবে এই সময়ে এর প্রচারণা আরও বাড়াতে হবে। আর লোকসংগীতের ক্ষেত্রে এখনকার শিল্পীদের আমি অন্যের  গানই বেশি গাইতে দেখছি। চলতি প্রজন্মের শিল্পীদের উচিত মৌলিক গানে মনোযোগী হওয়া। কারণ অন্যের গান স্টেজে গাওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নেই। মৌলিক জনপ্রিয় গানই একজন শিল্পীকে বাঁচিয়ে রাখতে পারে। তাই আমি এ বিষয়টি নিয়ে সব সময় সচেতন হতে বলি তরুণদের। আর একটি কথা না বললেই নয়। সেটা হচ্ছে অনেকেই জনপ্রিয় ফোক গানের রিমিক্স করছে। অনেকে নতুন সংগীতায়োজনে তুলে ধরতে গিয়ে গানের বারোটা বাজাচ্ছে। এখান থেকে বের হতে হবে। কারণ এর মাধ্যমে ভালো কিছু বের হয়ে আসে না। বরং সেই গানের আবেদনটা নষ্ট হয়। এরকম অনেক উদাহরণ আছে গান রিমিক্স করতে গিয়ে তার আবেদন নষ্ট করার। সুতরাং আমি বলবো আগের গান করা দোষের কিছু নয়। কিন্তু সেটা সঠিকভাবে গাইতে হবে। নষ্ট করা যাবে না কোনভাবেই। এ ব্যাপারে সচেতনতা দরকার।