কিভাবে বুঝবেন আপনার শিশুর ক্রিমি হয়েছে?

কিভাবে বুঝবেন আপনার শিশুর ক্রিমি হয়েছে?

বিভিন্ন জাতের কৃমি শিশুদের শরীরে নানা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

পেটে ব্যথা মানেই কৃমি নয়। দাঁত কটমট করা, লালা পড়া ইত্যাদি হলেই যে কৃমি হবে, তাও নয়। পেটের ব্যথার যেমন বিভিন্ন কারণ থাকতে পারে, তেমনি মুখের ঘা, সংক্রমণ ইত্যাদি থেকেও লালা পড়তে পারে ।

একজন ডাক্তারই কৃমি ভালো শনাক্ত করতে পারবেন। তবে লক্ষণগুলো জানা থাকলে আপনিও লাভবান হবেন। কারণ, যত আগে আপনি বুঝতে পারবেন, আপনার সন্তানের জন্য ততই মঙ্গল।

কৃমির সংক্রমণের লক্ষণ

বিভিন্ন জাতের কৃমি শিশুদের শরীরে নানা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

শিশুদের কৃমির লক্ষণগুলোর মধ্যে রয়েছে :

 

১.       বাচ্চার খাওয়া-দাওয়া কমিয়ে দেওয়া

২.       আয়রনের ঘাটতি ও রক্তশূন্যতার জন্য দুর্বলতা

৩.      বৃদ্ধি ব্যাহত হওয়া

৪.      অপুষ্টিতে ভোগা

৫.      পেট ফাঁপা

৬.       ডায়রিয়া

৭.      কৃমির কারণে অ্যালার্জি, চুলকানি, শ্বাসকষ্ট, কফ-কাশি হতে পারে।

 

লেখক : শিশু বিশেষজ্ঞ, ঢাকা মেডিকেল, কনসালট্যান্ট, ইনসাফ বারাকাহ হাসপাতাল মগবাজার।