প্রোফাইল: তামিম ইকবাল

প্রোফাইল: তামিম ইকবাল

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়

নাম: তামিম ইকবাল খান জন্ম তারিখঃ ২০ মার্চ, ১৯৮৯ জন্মস্থানঃ চট্টগ্রাম বাবা: ইকবাল খান মা: নুসরাত ইকবাল ভাই-বোন: দুই ভাই, এক বোন। বৈবাহিক অবস্থা: বিবাহিত স্ত্রী: আয়েশা সিদ্দিকা সন্তান: এক ছেলে পেশা: ক্রিকেটার, বাঁহাতি ওপেনার। কাছের বন্ধু: সাকিব আল হাসান স্কুল: চট্টগ্রাম সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজ কলেজ: বিকেএসপি বর্তমান বাসস্থান: ঢাকা

 

ব্যাটিং স্টাইল : বা হাতি অপেনার বাংলাদেশ ক্রিকেট দল

প্রথমেই দেখেনিন তামিম ইকবালের Test Batting Statistics :

ম্যাচ – ৪৯ ম্যাচের ইনিংস খেলেছেন ৯৪ টি। ২৮ ছয় ও ৪৫৩ চারে ২২ টি ফিফটিত ও ৮ টি সেঞ্চুরিতে ৩৯.৫৪ গড়ে রান করেছেন ৩৬৭৭। এর মধ্যে সর্বোচ্চ রান ২০৬।

এবার দেখেনিন তামিম ইকবালের ODI Batting Statistics :

ম্যাচ – ১৭৩ ম্যাচের ইনিংস খেলেছেন ১৭১ টি। ৭৩ ছয় ও ৬৪৪ চারে ৩৮ টি ফিফটিত ও ৯ টি সেঞ্চুরিতে ৩৪.৩৯ গড়ে রান করেছেন ৫৭৪৩। এর মধ্যে সর্বোচ্চ রান ১৫৪।

সবশেষে দেখেনিন তামিম ইকবালের T-20 Batting Statistics :

ম্যাচ – ৫৬ ম্যাচের ইনিংস খেলেছেন ৫৬ টি। ২৮ ছয় ও ১৩২ চারে ৪ টি ফিফটিত ও ১ টি সেঞ্চুরিতে ২৩.৫৭ গড়ে রান করেছেন ১২০২। এর মধ্যে সর্বোচ্চ রান ১০৩।

 

তামিম ইকবাল সম্পর্কে অজানা কিছু তথ্য

তামিম ইকবাল সম্পর্কে তামিম ভক্তদের অনেক কিছুই জানা। তবে তার সম্পর্কে সাটামাটা এমন কিছু তথ্য গণমাধ্যমের অনুষন্ধানে উঠে এসেছে তা তামিমের মন-মানসিকতার বিষয়টিকে স্পষ্ট করে। মন ভালো থাকলে তামিম এক রকম আর মন খারাপ থাকলে বদলে যায় তার অনেক কিছুই।

 

জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ রিয়াদের সাথে এখানে তামিমের বেশ মিল রয়েছে। ব্যক্তিগত জীবনে তামিম অন্য রকম এক মানুষ। মাঠকর্মীদের সাথে তামিমের একটি অন্যরকম সম্পর্ক রয়েছে। সেটি হয়তো তামিম সম্পর্কে অনেকেরই অজানা অধ্যায়।

 

পাকিস্তানের বিপক্ষে টানা দুটি সেঞ্চুরি করেন তামিম। মাঠ ছেড়ে যাবার সময় মাঠকর্মীদের প্রশ্নের মুখে পড়েন তিনি। তামিমের উদ্দেশ্যে তারা প্রশ্ন ছুড়েন যে, সেঞ্চুরি তো করলেন আমাদের কিছু না দিয়ে কী পারেন?

 

রোববারের ম্যাচ সম্পর্কে এক মাঠকর্মী জানান, আমাদের প্রশ্নের উত্তরে তামিম বলেন, আপনারা খাওয়া দাওয়া করবেন নাকি টাকা নেবেন। পরে এক মাঠ কর্মী জানান, এক লাখের উপরে টাকা দিতে হবে। তবে তামিম কিন্তু এমনই মনের। কেননা এর আগে মাঠের চা তৈরিকারী বুলু ঘোষকে এক লাখ টাকা দিয়েছিলেন তামিম।

 

তবে তামিম তাদের হতাশ করেন নি। অনুশীলনের ফাঁকে মাঝে মাঝে মাঠ কর্মীদের নিয়ে অনুশীলন করেন তামিম। যারা বলে যত ছয় মারের তামিম তাকে ততবেশি বেশি টাকা দেন তিনি। তামিমের অভ্যাস সম্পর্কে এসব যেন বেশ ভিন্ন রকম খবর।

 

উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার

২০১১ সালে তামিম উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক ম্যাগাজিন কর্তৃক বছরের সেরা পাঁচ ক্রিকেটারের একজন হিসেবে নির্বাচিত হন। গ্রেম সোয়ান ও বীরেন্দ্র শেবাগকে পেছনে ফেলে তামিম এ খেতাব জিতে নেন।