জয়পুরহাটে এসিড নিক্ষেপ মামলায় কলেজ শিক্ষকের যাবজ্জীবন

জয়পুরহাটে এসিড নিক্ষেপ মামলায় কলেজ শিক্ষকের যাবজ্জীবন

জয়পুরহাটের কালাই মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে এসিড নিক্ষেপের মামলায় সাইফুল ইসলাম বাবু নামে এক কলেজশিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২। এছাড়া ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ বছরের জেল প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার দুপুর ১২টার দিকে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক ড. আব্দুল মজিদ এ রায়টি প্রদান করেন। 

আদালত সূত্রে জানা যায়, গত ২০১৩ সালের ১৩ আগস্ট জয়পুরহাটের কালাই পৌরসভার কাথাইল মহল্লার ওই কলেজছাত্রীকে তার আপন ফুপা প্রভাষক সাইফুল ইসলাম বাবু এসিড নিক্ষেপ করে। এতে তার মুখের ডান অংশ ও পিঠ ঝলসে যায়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ এবং ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। এ ঘটনায় ওই কলেজছাত্রীর বাবা কালাই থানায় পৌরসভার কাথাইল মহল্লার মৃত শাহাজন আলীর ছেলে গোবিন্ধগঞ্জ উপজেলার ইসলামপুর স্কুল এন্ড কলেজের দর্শন বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম বাবুকে আসামি করে একটি মামলা দায়ের করেন।