চোখ লাল হয়ে গেলে যা করবেন

চোখ লাল হয়ে গেলে যা করবেন

চোখ ওঠা থেকে শুরু করে আরো অনেক কারণেই চোখ লাল হতে পারে। তার মধ্যে কিছু কারণ অত্যন্ত ক্ষতিকর। সময়মতো চিকিৎসা না করালে সেই চোখে চিরতরে দৃষ্টিহানির ভয় থাকতে পারে।

চোখ লাল হলে কী করবেন?

কোন লাল চোখ ক্ষতিকর আর কোনটা না, এই পার্থক্য নির্ণয় করা অনেক সময় সাধারণ মানুষের পক্ষে কঠিন হতে পারে। তবে কিছু সাধারণ নিয়ম জানা থাকলে চিকিৎসা দ্রুত ও সহজে করা সম্ভব এবং কিছু ক্ষেত্রে চিরতরে দৃষ্টিহানির হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে। চোখ লাল হলেই নিজেকে এই প্রশ্নগুলো করবেন।

 

সেই চোখ

পিঁচুটি বা ক্যাতরানি হয় কি না

ব্যথা রয়েছে কি না

দৃষ্টি কমছে কি না

দৃষ্টি কমলে কিংবা ব্যথা থাকলে যত শিগগির সম্ভব চোখের ডাক্তার দেখান।

দৃষ্টি না কমলে বা ব্যথা না থাকলেও যদি তিন দিনের মধ্যে সাধারণ চিকিৎসা দিয়ে কিংবা না দিয়ে উন্নতি না হয় তাহলে অবশ্যই চোখের ডাক্তার দেখান।

‘লাল চোখ’ অবহেলা করবেন না- চিরতরে দৃষ্টিহানিকর অসুখের প্রথম প্রকাশ হতে পারে এই লাল চোখ। লাল চোখের সঙ্গে ব্যথা থাকলে বা দৃষ্টি কমে গেলে চোখের ডাক্তার দেখান আজই, এখনই।  

লেখক : সহযোগী অধ্যাপক, হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ।