বৈশাখী আয়োজন নিয়ে খিলগাঁওয়ে ফিউশন

বৈশাখী আয়োজন নিয়ে খিলগাঁওয়ে ফিউশন

দেশীয় ফ্যাশন উৎসবকেন্দ্রিক। উৎসবের আড়ালে চারদিকে মানুষ ট্রেন্ডি ফ্যাশনে ঝুঁকে আছে। এরই ধারাবাহিকতায় এপ্রিলে আসছে বাঙালির প্রাণের উৎসব বৈশাখও। ফ্যাশন হাউস সেইলর তাই বৈশাখে এনেছে এথনিক এবং পাশ্চাত্য কাটের ফিউশন। নতুনত্বের সঙ্গে তারুণ্য, যুগপৎ প্রতিনিধিত্ব করবে এবারের বৈশাখী আয়োজনগুলো। তাই সেইলর খিলগাঁওয়ে নতুন স্টোর উদ্বোধন উপলক্ষে আয়োজন করে ফ্যাশন শোর।

২৩ মার্চ রাতে বর্ণাঢ্য এই বৈশাখী ফ্যাশন শোর কিউতে অংশ নেন ২৫ জন ফ্যাশন মডেল। 

সেইলর এর চিফ অপারেটিং অফিসার রেজাউল কবীর জানান, সমকালীন ফ্যাশন ট্রেন্ড অনুসরণ করেই সেইলর প্যাটার্ন ও ডিজাইনে ‘পরিবর্তন’এনেছে এসব বৈশাখী নতুন কালেকশনে। পাঞ্জাবি, টিউনিক, সালোয়ার-কামিজ বা টপস বৈশাখের উৎসবকে করবে আরো ফ্যাশনেবল। 

 

খিলগাঁও শহীদ বাকী সড়কে সেইলর এর নতুন এই স্টোরটির উদ্বোধন করেন ইপিলিয়ন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রিয়াজ উদ্দিন আল মামুন। মারিয়া নূরের উপস্থাপনায় ফ্যাশন কিউ, ফটোশ্যুট এবং সেইলর পণ্য নিয়ে বিস্তারিত জানান আন্তর্জাতিক মডেল পিয়া। খিলগাঁও  স্টোরে আয়োজিত বৈশাখী কালেকশন ফ্যাশন শো এর পুরো আয়োজন দেখা যাবে সেইলর এর ফেসবুক ফ্যান পেইজেও। তবে, সকল আউটলেটের পাশাপাশি নিত্যনতুন সেইলর- প্রোডাক্ট এর খোঁজখবর পাবেন ফেসবুকে