বাংলাদেশের স্বাধীনতা দিবস গুগল ডুডলে

বাংলাদেশের স্বাধীনতা দিবস গুগল ডুডলে

২০১৩ সাল থেকেই বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে গুগল সার্চ ইঞ্জিনে বিশেষ একটি ডুডল প্রদর্শিত হয়। এবারো গুগল এর ব্যতিক্রম করেনি। এবারের গুগল ডুডলে দেখা যাচ্ছে -লাল-সবুজের বক্সের মধ্যে সাদা বর্ণে গুগল লেখা এবং উপরে অর্ধচন্দ্রের বৃত্তের মাঝখানে লাল-সবুজের বাংলাদেশের জাতীয় পতাকা।

রবিবার দিবাগত রাত ১২ থেকে পরদিন ২৬ মার্চ সারাদিন এই ডুডলটি গুগলে ঢুকতেই চোখে পড়বে ব্যবহারকারীদের।

ডুডল- অর্থাৎ বিশেষ নকশা বা ছবি অথবা এ্যানিমেশনের মধ্য দিয়ে কোনো বিষয় বা বিশেষ ঘটনাকে ফুটিয়ে তোলাকে বোঝায়। বিশেষ দিনে বা অন্য কোনো উপলক্ষে সার্চ ইঞ্জিনটির হোম পেজে বিশেষ প্রদর্শন করা হয়।