বিএনপি জোটেও যেতে পারে জাপা!

বিএনপি জোটেও যেতে পারে জাপা!

নির্বাচনের আগে দর কষাকষি করে বড় দু'টি জোটের যে কোনো একটিতে যাওয়ার কথা ভাবছেন জাতীয় পার্টির শীর্ষ নেতারা।

ভোটের রাজনীতিতে ক্ষমতায় আরোহনের সিঁড়ি হিসেবে জাতীয় পার্টির কদর আওয়ামী লীগ কিংবা বিএনপির কাছে এখনও শেষ হয়ে যায়নি।

দশম জাতীয় সংসদে বিরোধী দল হলেও, সরকারের মন্ত্রিসভায়ও আছে সাবেক একনায়ক এইচএম এরশাদের দল। আওয়ামী লীগের সঙ্গে মিত্রভাব থাকা সত্বেও, আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে উন্মুক্ত রাখার পক্ষে হাইকমান্ড। সব দল নির্বাচনে এলে, ভোটের আগে আগে বড় দুই জোটের যে কোনো একটিকে বেছে নেয়ার কথা জানালেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের। 

তবে, এবারও বিএনপি নির্বাচনে না এলে ক্ষমতার পালাবদল চাওয়া দলগুলোকে নিয়ে জোটবদ্ধভাবে নির্বাচনে যেতে চায় জাতীয় পার্টি। এরই অংশ হিসেবে দলীয় প্রার্থী বাছাইয়ের প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে দলটি।

জাতীয় পার্টি অষ্টম সংসদ নির্বাচনের আগে বিএনপির সঙ্গে জোট বাঁধলেও, নির্বাচনকে ঘিরে দলই ভেঙে গিয়েছিল। নবম সংসদে আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি করেছে তারা। এবারও তারা ক্ষমতার অংশীদার হওয়ার লক্ষ্য নিয়ে এগুচ্ছে।