ভুয়া খবর শনাক্তকরণে এএফপির সহায়তা নিচ্ছে ফেইসবুক

ভুয়া খবর শনাক্তকরণে এএফপির সহায়তা নিচ্ছে ফেইসবুক

ছবি ও ভিডিও যাচাই বাছাই করবে ফেইসবুক। এ লক্ষ্যে তারা এজেন্সি ফ্রান্স প্রেস এএফপির সঙ্গে চুক্তি করেছে।এর ফলে ফেইসবুক আরও সহজেই ভুয়া খবর শনাক্ত করতে পারবে। তবে কিভাবে তারা এএফপির সঙ্গে একত্রে ভুয়া ছবি ও ভিডিও শনাক্ত করার কাজটি করবে সে সম্পর্কে কিছু জানায়নি। এটি ছবি বা ভিডিও কতোখানি এডিট করা হলে তা ভুয়া কনটেন্ট হিসেবে ধরা হবে সে সম্পর্কেও কোনো ধারণা দেয়নি ফেইসবুক।

ফেইসবুকের এই নতুন যাচাই বাছাই প্রক্রিয়ার সুফল পাবে শুধু ফ্রান্সের ব্যবহারকারীরা। ধীরে ধীরে এই সেবা অন্যান্য দেশে চালু করবে ফেইসবুক।২০১৬ সালে মার্কিন নির্বাচনের পর থেকেই অভিযোগ উঠেছে,  ব্যবহারকারীদের শেয়ার করা বিভ্রান্তি মূলক খবরের শেয়ার ঠেকাতে তারা সোচ্চার নয়।ইউবার গিজমোদডো অবলম্বনে আনিকা জীনাত