বিশ্বের সবচেয়ে দামি ১০টি বই

বিশ্বের সবচেয়ে দামি ১০টি বই

সাধারণত আমরা বই কিনতে গেলে কমদামি বইয়ের খোঁজই করি। কিন্তু শুধু সেগুলোই বই নয়, বিশ্বে রয়েছে বহু দামি দামি বই। মূলত হাতে আঁকা কিংবা ঐতিহাসিক মূল্যের কারণে এ বইগুলো এত মূল্যবান হয়ে উঠেছে। এ ধরনের কিছু বইয়ের খোঁজ রয়েছে এ লেখায়।

১. কোডেক্স লেইসেস্টার

৩ কোটি ৮ লাখ ডলার মূল্যের এ বইটি বিশ্বের অন্যতম দামি বই। ১৯৯৪ সালে দ্য ভিঞ্চির নিজ হাতে লেখা বইটি কিনে নেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। তিনি বইটির ডিজিটাল ভার্সন বিশ্বের বিভিন্ন লাইব্রেরিতে দিয়েছেন।

২. ম্যাগনা কার্টা

২ কোটি ১০ লাখ ডলার মূল্যের এ বইটি বিশ্বের আরেকটি দামি বই। ২০০৭ সালে লন্ডনে এ বইটি বিশ্বের দ্বিতীয় মূল্যবান বই হিসেবে বিক্রি হয়। বর্তমান বিশ্বে এ বইয়ের ১৭টি কপি আছে।

৩. সেন্ট কাটবার্ট গসপেল

১ কোটি ৪৩ লাখ ডলার মূল্যের এ পকেট গসপেল বইটি বিশ্বের টিকে থাকা প্রাচীন বইয়ের অন্যতম এটি।

৪. বে স্যালম বুক

১ কোটি ৪২ লাখ ডলার মূল্যের এ বইটি বিশ্বের চতুর্থ দামি বই। যুক্তরাষ্ট্রে প্রকাশিত প্রথম বই এটি। বর্তমানে এ বইটির মাত্র ১১টি কপি টিকে আছে, যার একটি বিক্রি হয়েছে এ দামে।

৫. রথচাইল্ড প্রেয়ারবুক

১ কোটি ৩৪ লাখ ডলার মূল্যের ১৯৯৯ সালে একজন সংগ্রাহক বইটি কিনে নেন। তবে তার আগে অস্ট্রিয়ার জাতীয় লাইব্রেরিতে বইটি প্রদর্শিত ছিল।

৬. গসপেলস অপ হেনরি দ্য লায়ন

১ কোটি ১৭ লাখ ডলার মূল্যের এ বইটি ১৯৯৪ সালে কোডেক্স লেইসেস্টার বিক্রির আগে নিলামে বিক্রিত সবচেয়ে দামি বই হিসেবে পরিচিত ছিল। জার্মান সরকার ১৯৮৩ সালে লন্ডন থেকে বইটি কিনে নেয়।

৭. দ্য বার্ডস অফ আমেরিকা

বইটির তিনটি কপি বিশ্বের সপ্তম, অষ্টম ও নবম দামি বই হিসেবে পরিচিত। যেগুলোর মূল্য ১ কোটি ১৫ লাখ ডলার, ৮৮ লাখ ডলার ও ৭৯ লাখ ডলার। ২০১০, ২০০০ ও ২০১২ সালে এ বইয়ের মূল্যবান কপিগুলো বিক্রি হয়। মূলত চিত্রকর্ম হিসেবে সমাদৃত এ বইটির লেখক জন জেমস অডবন।

৮. দ্য ক্যান্টারবারি টেলস

৭৫ লাখ ডলার মূল্যের এ বইটি বিশ্বের অন্যতম দামি বইই নয়, এটি অন্যতম বিখ্যাত বইও বটে। ১৩০০ সালে এ বইটির গল্পগুলো লেখা হয়। ১৯৯৮ সালে এ বইটির প্রথম প্রকাশের কপি বিক্রি হয় ৭৫ লাখ ডলারে।

৯. মি. উইলিয়াম শেক্সপিয়রস কমেডিস, হিস্টোরিস অ্যান্ড ট্রাজেডিস

৬১ লাখ ডলার মূল্যে ফার্স্ট ফলিও নামে পরিচিত এ বইটি বিক্রি হয়। এতে রয়েছে শেক্সপিয়রের সাহিত্য। এতে অন্তর্ভুক্ত রয়েছে দ্য টেম্পেস্ট, রোমিও অ্যান্ড জুলিয়েট, ম্যাকবেথ ও হ্যামলেটের মতো বিখ্যাত সাহিত্য।

১০. লেস লিলিয়াসিস

সবচেয়ে মূল্যবান বইয়ের তালিকায় লেস লিলিয়াসিস চলে আসায় অনেকেই অবাক হবেন। ‘র‌্যাফায়েল অফ ফ্লাওয়ার্স’ নামে পরিচিত এক শিল্পী এতে এঁকেছেন জলরংয়ের ছবিগুলো।