পর্যটক এলেও তাতে বাগড়া দিয়েছে বৈরি আবহাওয়া

পর্যটক এলেও তাতে বাগড়া দিয়েছে বৈরি আবহাওয়া

নতুন বছরকে বরণ করে নিতে কক্সবাজার ও কুয়াকাটায় লাখো পর্যটক এলেও তাতে বাগড়া দিয়েছে বৈরি আবহাওয়া।

সোমবার সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টির কারণে কক্সবাজার সমুদ্র সৈকতের ৬ টি পয়েন্টই রয়েছে ফাঁকা। হোটেল কক্ষে অলস সময় কাটছে পর্যটকদের ।

প্রতি বছরের মতো এবারো নতুন বছরকে বরণ করে নেয়ার জন্য কয়েক লাখ পর্যটক সমবেত হয়েছেন। এখানকার সাড়ে ৪ শ'র বেশি হোটেল মোটেল ও রিসোর্ট এখন পর্যটকে পরিপূর্ণ । এদিকে শনিবার সন্ধ্যায়ও আকাশ মেঘলা থাকায় সৈকতে সূর্যাস্ত দেখতে পারেননি পর্যটকরা ।

এদিকে থার্টি ফার্স্ট নাইট উপভোগ করতে সাগরকন্যা পটুয়াখালী এখন হাজারো পর্যটকের পদচারণায় মুখর। ভোরে সূর্যোদয় দেখতে কুয়াকাটা সৈকতে জড়ো হন পর্যটকরা। তবে ঘন কুয়াশার কারণে সূর্যোদয় দেখতে পারেননি তারা।