‘অদৃশ্য ট্রেন’ তৈরি করছে জাপান

‘অদৃশ্য ট্রেন’ তৈরি করছে জাপান

চোখের সামনে দিয়ে চলে যাবে ট্রেন। শব্দও শোনা যাবে। তবে তা দেখা যাবে না। দেখার হাজারো প্রচেষ্টা থাকলেও ব্যর্থ হবেন। ঠিক এমনই একটি ট্রেন তৈরি করতে যাচ্ছে জাপান। নির্মিতব্য এই ট্রেনটির নাম রাখা হয়েছে ‘অদৃশ্য ট্রেন’।

সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রেনটির প্রাথমিক নকশা তৈরি করেছেন জাপানের বিখ্যাত প্রকৌশলী কাজুও সেজিমা।

ট্রেনটির প্রাথমিক বর্ণনায় বলা হয়েছে, এর বগিগুলো বসবাসের ঘরের মতো করে তৈরি করা হবে। এতে অর্ধ-স্বচ্ছ আবরণ থাকবে। যা আয়নার মতো কাজ করবে। এতে যাত্রীরা স্বাচ্ছন্দ্য বোধ করবেন।

এর বর্ণনায় আরও বলা হয়, ট্রেনটিতে সর্বাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করা হবে। ট্রেনটি বুলেটের গতিতে ছুটে চলবে। গতির দিক দিয়ে এটি হবে বিশ্বের সেরা ও দ্রুতগতির ট্রেনগুলোর মধ্যে অন্যতম।

২০১৮ সালে ট্রেনটি যাত্রা করবে বলে আশা করা হচ্ছে।