অপেরা বাঁচাল বাংলাদেশীদের ৩৩০ কোটি টাকা

অপেরা বাঁচাল বাংলাদেশীদের ৩৩০ কোটি টাকা

জনপ্রিয় ওয়েব ব্রাউজার অপেরা মিনি ব্যবহার করায় বাংলাদেশী গ্রাহকদের প্রায় ৩৩০ কোটি টাকা সাশ্রয় হয়েছে।

অপেরা সফটওয়্যার ডটকমের প্রতিবেদনে এ তথ্য দিয়ে বলা হয়েছে, অপেরা মিনি কমপ্রেশন টেকনোলজির মাধ্যমে সর্বোচ্চ ৯০ ভাগ ডাটার ব্যবহার হ্রাস করে বিপুল পরিমাণ ডাটা সাশ্রয় করে।

এতে ২০১৫ সালে বাংলাদেশী ব্যবহারকারীদের প্রায় এক কোটি ১০ লাখ ৮৯ হাজার ২৬৩ গিগাবাইট বা ১০ টেরাবাইটের সমতুল্য ডাটার ব্যবহার হ্রাস হয়। গড়ে ১ জিবি ৩০০ টাকা ধরে এর অর্থমূল্য দাঁড়ায় প্রায় ৩৩০ কোটি টাকা।

অপেরার দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ভাইস প্রেসিডেন্ট সুনিল কামাথ বলেন, ‘বাংলাদেশে মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারী দিনকে দিন বাড়ছে। বিপুল সংখ্যক এই ব্যবহারকারীর ডাটা সাশ্রয় ও ইন্টারনেট ব্যবহার আরও মসৃণ করতেই কাজ করছে অপেরা।’

প্রতিবেদনে উল্লেখ করা হয়,বাংলাদেশী ব্যবহারকারীদের ফেসবুকে খরচ হচ্ছে মোট ডাটার ৬৫ ভাগ। জনপ্রিয় এই সামাজিক নেটওয়ার্কের পরই রয়েছে গুগলের অবস্থান।

এছাড়া ইউজারের পছন্দের শীর্ষ ৫০টি ওয়েবসাইট পর্যালোচনা করে দেখা গেছে, এতে ৪৪ ভাগই সংবাদভিত্তিক ওয়েবসাইট। সংবাদ জানার প্রবল এই আগ্রহ অপেরার অন্য যে কোনো মার্কেটের তুলনায় উল্লেখযোগ্য।