তুরস্কে ফেসবুক ও টুইটার বন্ধ

তুরস্কে ফেসবুক ও টুইটার বন্ধ

তুরস্কের রাজধানী আঙ্কারায় বোমা হামলার পর সে দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটার বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। বোমা হামলার ছবি ছড়িয়ে পড়ায় এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে আরটি নিউজ জানায়।

তুরস্কের গণমাধ্যম এনটিভি ও সিএনএন তাদের প্রতিবেদনে বলেছে, আদালতের আদেশ পাওয়া পর তুরস্কের টেলিযোগাযোগ কর্তৃপক্ষ টিআইবি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছে। ফেসবুক,  টুইটারসহ অন্যান্য মাধ্যমে হতাহতের ছবি শেয়ার হওয়ায় সেগুলো বন্ধ করে দেয়া হয়েছে। সম্প্রচার মাধ্যমগুলোকেও ঘটনার প্রচারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

রবিবার সন্ধ্যায় আঙ্কারায় বোমা হামলায় অন্তত ৩৪ জন নিহত ও ১২৫ জন আহত হয়েছেন। এখন পর্যন্ত এই ঘটনায় দায় কেউ স্বীকার করেনি।