টসে জিতে বাংলাদেশ ব্যাটিংয়ে

টসে জিতে বাংলাদেশ ব্যাটিংয়ে

উদ্বোধনী ম্যাচে টসে জিতে বোলিং নিয়েছিলেন মাশরাফি। এবার ব্যাটিং সহায়ক উইকটে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দেওয়া বাংলাদেশ নামছে দ্বিতীয় জয়ের আশায়। জিম্বাবুয়ের কাছে হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করা শ্রীলঙ্কা চায় প্রথম জয়। 

পেস আক্রমণে শক্তি বাড়াতে সানজামুলের জায়গায় অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়েছে বাংলাদেশ।

চন্দিকা হাথরুসিংহের নতুন দলের সঙ্গে পুরোনো দলের প্রথম লড়াই। স্বাভাবিকভাবেই ম্যাচের আগে ঘুরেফিরে এসেছে তার প্রসঙ্গ। বাংলাদেশ ক্রিকেটে হাথুরুসিংহের অধ্যায় শেষ। তার পরিকল্পনাও ভুলে গেছে বাংলাদেশ দল। সাবেক কোচকে নিয়ে ভাবার সুযোগই দেখেন না মাশরাফি বিন মুর্তজা। ওয়ানডে অধিনায়ক তাকিয়ে নতুন চ্যালেঞ্জ জয়ের দিকে। পেশাদার দল হিসেবে প্রতিপক্ষের কোচ নয়, ক্রিকেটারদের দিকে মনোযোগ স্বাগতিকদের।   

উইকেট দেখে বড় রানের সম্ভাবনা দেখেছেন মাশরাফি বিন মুর্তজা। প্রয়োজন হলে শ্রীলঙ্কার বিপক্ষে তিনশ রানের লক্ষ্য তাড়ার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক। তবে আগে বোলিং করতে হলে প্রতিপক্ষকে থামাতে চান ২৭০/২৮০ রানের ভেতরে। ছন্দে আছেন তামিম ইকবাল। প্রথম ম্যাচে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম। ভালো শুরু পেয়েছিলেন এনামুল হক ও সাকিব আল হাসান। তাই ব্যাটিং নিয়ে নির্ভার মাশরাফি।  

জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা ম্যাচ দেখে মাশরাফি বিন মুর্তজা নিশ্চিত, পরের ম্যাচে বাড়তি দায়িত্ব নিতে হবে বাংলাদেশের পেসারদের। পর্যাপ্ত সূর্যের আলো পাওয়ায় আর্দ্রতা নেই উইকেটে। বল ব্যাটে আসবে দ্রুত। তাই শ্রীলঙ্কার বিপক্ষে বোলারদের বাড়তি চ্যালেঞ্জ দেখছেন বাংলাদেশের অধিনায়ক। সতীর্থদের ওপর আস্থা আছে তার। তাই লঙ্কান ব্যাটসম্যানরা খুব ভালো ব্যাটিং করলেও তিনশ রানের নিচে থামানোর ব্যাপারে আশাবাদী মাশরাফি।   

গত বছরটা খুব বাজে কেটেছে শ্রীলঙ্কার। নতুন বছরও শুরু হয়েছে জিম্বাবুয়ের কাছে হেরে। তবে অ্যাঞ্জেলো ম্যাথিউসের দলের সামর্থ্য নিয়ে সন্দেহ নেই মাশরাফি বিন মুর্তজার। ম্যাচ উইনার অনেক আছে লঙ্কানদের। তবে দুই ওপেনারকে আলাদা করে দেখছেন বাংলাদেশ অধিনায়ক। ত্রিদেশীয় সিরিজে উপুল থারাঙ্গার সঙ্গে ওপেন করছেন কুসল পেরেরা। দুই জনেরই আছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতা। ওয়ানডেতে থারাঙ্গার তিনটি সেঞ্চুরি আছে বাংলাদেশের বিপক্ষে, কুসলের একটি। দুই ওপেনারকে যত দ্রুত সম্ভব সাজঘরে ফেরত পাঠাতে চান মাশরাফি।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন