ঘরোয়া উপকরণ দিয়ে দাঁত সাদা করুন

ঘরোয়া উপকরণ দিয়ে দাঁত সাদা করুন

ঝকঝকে সাদা দাঁত কার না পছন্দ। অনেকে দাঁত সাদা করতে ঘুরে বেড়ান ডেন্টিস্টদের দ্বারে দ্বারে। কিন্তু হাতের নাগালেই রয়েছে দাঁত সাদা করার উপকরণ।

 

বেকিং সোডা : সপ্তাহে দু’বার বা তিনবার টুথপেস্ট-এর সঙ্গে বেকিং সোডা মিশিয়ে মাজলে খুব ভাল কাজ দেয়।

স্ট্রবেরি : ভিটামিস ‘সি’ ভরপুর স্ট্রবেরি দাঁতের জন্য অত্যন্ত উপকারী। রস বার করে দাঁত মাজলে দারুণ কাজে দেয়।

নিম পাতা : দাঁত পরিষ্কার রাখা এবং ঝকঝকে করানোর জন্য অত্যন্ত উপকারী।

কাঠ-কয়লা : এটা অনেক পুরনো পদ্ধতি। দুর্দান্ত কাজ করে।

আপেল : দাঁত মাজতে হবে না। আপেল খেলেই দাঁতা পরিষ্কার থাকে।

লেবুর খোসা : পাতি লেবুর খোসা দিয়ে দাঁত মাজলে দারুণ উপকার পাওয়া যায়।

তুলসি পাতা : হলুদ দাগ তো পরিষ্কার করবেই সেই সঙ্গে দাঁতে অন্যান্য সমস্যাও রোধ করে।

হাইড্রোজেন পারঅক্সাইড : দাঁত পরিষ্কার করতে ব্যবহার করতেই পারেন তবে সাবধানে। পেটে যেন না যায়।

কমলালেবুর খোসা : এই খোসা দিনে দু’বার দাঁতে ঘষলে এক সপ্তাহ পরে নিজের হাসি চিনতে পারবেন না।

লবন : বেকিং সোডার সঙ্গে লবন মিশিয়ে দাঁত মাজলে সাদা ঝকঝকে হবে।