পাকা চুল তুলা ঠিক না, কিন্তু কেন? জেনে নিন কারণ

পাকা চুল তুলা ঠিক না, কিন্তু কেন? জেনে নিন কারণ

‘পাকা চুল তুললে আরও বেশি চুল পেকে যায়।’ এই কথাটা জীবনে কতবার শুনেছেন? সত্যিই কি এমনটা হয়? চিকিত্সকরা কিছু তেমনটা বলছেন না। তাঁদের মতে এটা পুরোটাই মিথ! তবে সেই আনন্দে যত খুশি পাকা চুল তুলতে যাবেন না যেন। জানি আরাম লাগে ঠিকই তবে পাকতা চুল তুলতে বারণ করার পিছনে রয়েছে যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ।

 

হেয়ার রেস্টোরেশন সার্জন রবার্ট ডরিন জানাচ্ছেন, যখনই আমরা মাথা থেকে চুল টেনে তুলি বা ভুরু তুলি তখনই চুলের কিছুটা ক্ষতি হয়। চুলের বৃদ্ধির প্যাটার্ন বদলে যায়। ফলে নতুন গজানো চুল আগের থেকে রুক্ষ হতে পারে। অনেক ক্ষেত্রে নতুন চুল নাও গজাতে পারে। সেই কারণেই পাকা চুল তুলতে বারণ করা হয়।

 

কী বুঝলেন পড়ে? পাকা চুল তুললে চুল আরও পেকে যাবে না ঠিকই তবে চুল উঠে যাক সেটা নিশ্চয়ই চান না? তাই টাক হতে না চাইলে আজই ছাড়ুন এই বদঅভ্যাস।