দেশে ফিরেয় গানে মনোযোগ দিয়েছেন গায়িকা পুতুল

দেশে ফিরেয় গানে মনোযোগ দিয়েছেন গায়িকা পুতুল

ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার মাধ্যমে পেশাগতভাবে সংগীতাঙ্গনে যাত্রা শুরু সাজিয়া সুলতানা পুতুলের। এরপর ধারাবাহিকভাবে নিজের মৌলিক গান প্রকাশ করে গেছেন তিনি। নিজের একক অ্যালবামগুলোর কথা, সুর ও সংগীতায়োজন সবই করেছেন পুতুলই। মেলোডি থেকে হ্যাভি মেটাল সব ধরনের গানই করেছেন পুতুল। নিজের একটি স্বাতন্ত্র্য স্টাইল তৈরি করেছেন এর মাধ্যমে। অ্যালবামের বাইরে পুতুলের স্টেজ ব্যস্ততাও প্রচুর। দেশ-বিদেশের স্টেজ শো নিয়ে সব সময়ই ব্যস্ত থাকতে দেখা যায় তাকে। এদিকে পুতুল লম্বা একটি সফর শেষ করে সম্প্রতি দেশে ফিরেছেন। দুবাইয়ে দীর্ঘ সময় বেড়িয়ে এসেছেন তিনি। দেশে ফিরে এখন ফের গানে সরব পুুতুল। এ বিষয়ে পুতুল বলেন, ৩৬ দিনের সফর ছিল এটি। সব সময়তো কাজ নিয়েই থাকি। এবার কাজ ছাড়া বেশ ভালো কেটেছে সফরটা। তবে দেশেকে অনেক মিস করেছি। পুতুল আরও বলেন, আসলে অনেক কাজ জমেছে দেশে না থাকায়। এই কাজগুলো শেষ করবো এখন। তাছাড়া যেহেতু এখন শীতের মৌসুম তাই স্টেজেও ব্যস্ত থাকতে হবে। পাশাপাশি নতুন গানের কাজ করবো। টিভি অনুষ্ঠানের শুটিংও রয়েছে। নতুন গানের কি খবর? শ্রোতা কি শিগগির পাবে? পুতুল উত্তরে বলেন, দুটি গানের কাজ অসমাপ্ত রেখে দুবাই গিয়েছিলাম। সেই গানগুলো নিয়ে বসবো। দেশে ফেরার পরই কাজ শুরু করেছি। গান দুটোর নাম ‘সময়ের কাছে মিনতি’ এবং ‘আবার আসবো যেখানেই থাকি’। তবে একটু আস্তে ধীরে করতে চাই গানগুলো। আশা করছি টানা কয়েকদিন কাজ করলেই শ্রোতাদের হাতে তুলে দিতে পারবো নতুন এ দুটি গান।