সাদা চুল লুকানোর উপায় জেনে নিন

সাদা চুল লুকানোর উপায় জেনে নিন

হাতে একদম সময় নেই। কালার করা যাবে না। কীভাবে লুকাবেন সাদা চুল? কিছুটা কৌশলী হলে সাদা চুল লুকাতে পারবেন সহজেই।

কাজল পেনসিলের মতো দেখতে হেয়ার চক বাজারে কিনতে পাওয়া যায়। এসব দিনের জন্য একটা কিনে রাখুন। পার্টিতে যাওয়ার আগে চুলে লাগান। এগুলো চুলের ক্ষতি করে না।

বন্ধুদের সঙ্গে পার্টি!‌ কাজে আসবে রঙিন বিডস। চুলের সাদা অংশে লাগিয়ে নিন। চুল সাদা থাকলে মাঝে সিঁথে করবেন না। আরও বেশি সাদা চুল চোখে পড়ে। ধারে সিঁথে করুন। চুল না খুলে পনিটেল বেঁধে নিন। ভাল মানাবে।

কৃত্রিম ফুলের টায়রা পরেও সাদা চুল ঢাকতে পারেন। নয়তো বাজারে প্রচুর চুল সাজানোর জিনিস মেলে। কিনে নিন। শাড়ি পরলে তার সঙ্গে হালকা করে খোপা বাঁধুন।

পাকা চুল তেমন চোখে পড়বে না। চুল স্ট্রেটনিং করলে সাদা বেশি চোখে পড়ে। তার চেয়ে বরং কার্ল করে নিন। কোঁকড়ানো চুলে এসব চোখে পড়বে না।