ইরেশ যাকের কাকে বিয়ে করলেন, জানলে অবাক হবেন

ইরেশ যাকের কাকে বিয়ে করলেন, জানলে অবাক হবেন

জীবনের বাঁক বদল মানে ফের বিয়ে করতে যাচ্ছেন মিম রশীদ। যার পরিচয় অভিনেত্রী মিথিলার বড় বোন ও পরিচালক অমিতাভ রেজার সাবেক স্ত্রী।

 

কাকে বিয়ে করছেন? সিঙ্গেল জীবন থেকে সংসার জীবনে এই বিয়ের মাধ্যমে পদার্পন করবেন অভিনেতা ইরেশ যাকের। শুক্রবার (২৬ জানুয়ারি) সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন দু’জনেই।

 

ছবির ক্যাপশনে উচ্ছ্বসিত ইরেশ লিখেছেন, ‘অ্যান্ড সি সেইড ইয়েস… #হ্যাপিনেস’। তবে ছবিটি প্রকাশের কয়েক ঘণ্টার মাথায় সেটি মুছেও ফেলেন তাঁরা।

 

বিষয়টি নিয়ে এখনি তাঁরা কথা বলতে নারাজ। জানা যায়, পারিবারিকভাবেই এগুচ্ছে এ সম্পর্ক।

 

এদিকে একটি সূত্র নিশ্চিত করেছে, অনেক দিন ধরেই ইরেশ-মিম প্রেম করছেন। এক প্রত্যক্ষদর্শী জানান, গত মাসের শেষ দিকে (২৪ ডিসেম্বর ২০১৭) দু’ জনকে কলকাতার নিউমার্কেট এলাকায় হাত ধরে হাটতে দেখেছেন। সম্ভবত বিয়ের শপিং করতে গিয়েছিলেন সেখানে।

 

জানা গেছে, শনিবার সন্ধ্যায় দুই পরিবারের সদস্যরা মিলে বিয়ের দিন-ক্ষণ ঠিক করবেন। আলাপ করবেন আনুষ্ঠানিকতা বিষয়ে।

 

অভিনেতা ইরেশ যাকেরকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তিনি নিজে যেমন প্রশংসিত অভিনেতা। তেমনি তাঁর বাবা আলী যাকের ও মা সারা যাকের দুজনই দেশের নন্দিত অভিনয়শিল্পী।

 

উল্যেখ্য, মিম রশিদ ২০১৪ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নির্মাতা অমিতাভ রেজার সঙ্গে। বিচ্ছেদ হয় ২০১৭ সালের মাঝামাঝি সময়ে।।‌্যঢ সাবেক স্ত্রীকে বিয়ে করছেন ইরেশ যাকের?

 

জীবনের বাঁক বদল মানে ফের বিয়ে করতে যাচ্ছেন মিম রশীদ। যার পরিচয় অভিনেত্রী মিথিলার বড় বোন ও পরিচালক অমিতাভ রেজার সাবেক স্ত্রী।

 

কাকে বিয়ে করছেন? সিঙ্গেল জীবন থেকে সংসার জীবনে এই বিয়ের মাধ্যমে পদার্পন করবেন অভিনেতা ইরেশ যাকের। শুক্রবার (২৬ জানুয়ারি) সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন দু’জনেই।

 

ছবির ক্যাপশনে উচ্ছ্বসিত ইরেশ লিখেছেন, ‘অ্যান্ড সি সেইড ইয়েস… #হ্যাপিনেস’। তবে ছবিটি প্রকাশের কয়েক ঘণ্টার মাথায় সেটি মুছেও ফেলেন তাঁরা।

 

বিষয়টি নিয়ে এখনি তাঁরা কথা বলতে নারাজ। জানা যায়, পারিবারিকভাবেই এগুচ্ছে এ সম্পর্ক।

 

এদিকে একটি সূত্র নিশ্চিত করেছে, অনেক দিন ধরেই ইরেশ-মিম প্রেম করছেন। এক প্রত্যক্ষদর্শী জানান, গত মাসের শেষ দিকে (২৪ ডিসেম্বর ২০১৭) দু’ জনকে কলকাতার নিউমার্কেট এলাকায় হাত ধরে হাটতে দেখেছেন। সম্ভবত বিয়ের শপিং করতে গিয়েছিলেন সেখানে।

 

জানা গেছে, শনিবার সন্ধ্যায় দুই পরিবারের সদস্যরা মিলে বিয়ের দিন-ক্ষণ ঠিক করবেন। আলাপ করবেন আনুষ্ঠানিকতা বিষয়ে।

 

অভিনেতা ইরেশ যাকেরকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তিনি নিজে যেমন প্রশংসিত অভিনেতা। তেমনি তাঁর বাবা আলী যাকের ও মা সারা যাকের দুজনই দেশের নন্দিত অভিনয়শিল্পী।

 

উল্যেখ্য, মিম রশিদ ২০১৪ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নির্মাতা অমিতাভ রেজার সঙ্গে। বিচ্ছেদ হয় ২০১৭ সালের মাঝামাঝি সময়ে।