জন্ম, মৃত্যু, বিয়ে মানুষের জীবনে একবারই আছে। তবে ক্ষেত্রে বিশেষে বিয়ে একাধিক বার হয়ে থাকে! তবে বিয়ে প্রতিটি মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
যা মৃত্যুর আগ পর্যন্ত সবাই মনে রাখে। আর মেয়েদের ক্ষেত্রে তো এটা একটু বেশিই। সদ্য বিয়ে করতে চলেছেন এমন মেয়েদের জন্য কিছু শারীরিক টিপস আমাদের পক্ষ্য থেকে। চাইলে নিতে পারেন..
হট অয়েল মাসাজ: বিয়ের আগে সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে খুবই উপকারী এই মাসাজ। এতে খুশকি ও চুল পড়ার সমস্যা কমে।
বডি মাসাজ: বিয়ের আচারানুষ্ঠানের ক্লান্তি দূর করতে খুবই উপকারী। এটি রক্তে অক্সিজেনের প্রবাহকে স্বাভাবিক রাখতেও সাহায্য করে।
হেয়ার মেকওভার: হেয়ার স্পেশালিস্ট নিকোস নারকিস্সসের মতে, বিয়ের আগে চুলের ধরন পাল্টানোও খুবই প্রয়োজনীয়।
ম্যনিকিয়র এবং পেডিকিয়োর: বিয়ের আগে ত্বকের যত্ন নেওয়ার মতো হাত এবং পা এর যত্ন নেওয়াও খুবই প্রয়োজনীয়। এই প্রক্রিয়ার ফলে লোমকূপও পরিষ্কার থাকে।
হেয়ার স্পা: বিউটি এক্সপার্ট অ্যামিন মানজি’র মতে, বিয়ের আগে প্রাণবন্ত চুলের জন্য হেয়ার স্পা খুবই প্রয়োজনীয়। এতে চুলের ঔজ্জ্বল্য ফিরে আসে, যা বিয়ের কনের মধ্যে এক অপূর্ব মাধুর্য এনে দেয়।
যাক ম্যসাজ: বিয়ের আগে মসৃণ ত্বক পাওয়ার জন্য খুবই জরুরি এই প্রক্রিয়া। শরীরের নানা অঙ্গের ব্যথা-বেদনা থেকে মুক্তি পেতে খুবই কার্যকরী এই মাসাজ।
ফেস ক্লেনসিং: বিয়ের আগে উজ্জ্বল ত্বকের জন্য নিয়মিত ফেসিয়াল করা খুবই প্রয়োজনীয়।