লাভহানি’ বলে একটি সংস্থা নানা দেশে মহিলাদের উপরে একটি বিস্তৃত সমীক্ষা চালিয়েছিল। মূল প্রশ্ন ছিল, সেক্স-এর সময়ে এবং আগে-পরে সেই মুহূর্তের সঙ্গী ছাড়়া মাথায় আর কারও চিন্তা আসে কি না। উত্তর যা এসেছে, তা শুনলে ভিরমি খেতে হয়।
৫০ শতাংশ মহিলাই বলেছেন, তাঁরা অন্য পুরুষের কথা চিন্তা করেন। কী ভাবছেন? এখানেই শেষ? অপেক্ষা করুন। আরও আছে। যাঁদের কথা এই সব মহিলারা ভাবেন, তাঁরা কিন্তু হলিউডের কোনও সুদর্শন নায়ক নন। আশপাশেই ঘোরাফেরা করেন, হয়তো বন্ধুমহলেই রয়েছেন তিনি।
কারা এঁরা? ২০ শতাংশ মহিলা উত্তরে অফিসের বস্-এর কথা বলেছেন। এঁদের ৮ শতাংশ আবার নানা সময়ে তাঁদের শয্যাসঙ্গী হয়েছেন।
এক-তৃতীয়াংশ মহিলা তাঁদের ‘প্রাক্তন’-দের কথা চিন্তা করেন। ১২ শতাংশ স্বীকার করেছেন, হামেশাই তাঁদের মাথায় ঘোরাফেরা করেন ‘প্রাক্তন’-রা।
পুরুষের মাথায় অন্য মহিলার কথা আসে ঠিকই, কিন্তু সেটা মহিলাদের পর-চিন্তার থেকে কম।
এবং সব শেষে আর একটি তথ্য। পুরপুরুষের কথা কল্পনা করে এঁদের বেশিরভাগই কোনওরকম গ্লানিতে ভোগেন না।