ত্বকের যত্ন নিন প্রাকৃতিক উপাদান দিয়ে

ত্বকের যত্ন নিন প্রাকৃতিক উপাদান দিয়ে

ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদানের কোন বিকল্প নেই।কিছু উপাদান রয়েছে যা সব ধরনের ত্বকের সাথেই যায়। আমি নিজে সব সময় রুপচরচার ক্ষেত্রে প্রাকৃতিক উপাদানের ওপর নিরভর করি। সে সব উপাদান কি কি তা নিম্নে দেয়া হল।

হলুদ

চন্দন

নিম পাতা

এলোভেরা জেল

মধু

গোলাপ জল

এসব উপাদানের কোন পাশ্বপ্রতিক্রিয়া নেই।আপনি চাইলে এ সব গুলো এক সাথে মিশিয়েও প্যাক তৈরি করে লাগাতে পারেন। আমি নিজে এগুলো ব্যবহার করে যথেষ্ট স্যাটিস্ফাইড। তবে হলুদ ব্যবহারের ক্ষেত্রে কিছু বিষয় মনে রাখা প্রয়োজন।হলুদ উঠানোর পর সাথে সাথে রোদে গেলে ত্বক কালচে রং ধারণ করে। কাজেই সে সময় বাইরে রোদে না যাওয়াই ভাল। আর হলুদ ব্যবহার করে মুখ ধোয়ার পর ও একটা হলুদ ভাব রয়ে যায়।আপনি যদি তা না চান তাহলে হলুদ অন্য যে কোন উপাদানের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন।