পার্টির আগে কিভাবে করবেন ত্বকের পরিচর্যা

পার্টির আগে কিভাবে করবেন ত্বকের পরিচর্যা

অফিস থেকে ফিরেই আজ বেস্ট ফ্রেন্ডের বিয়ের অনুষ্ঠানে এটেন্ড করতে হবে নয়নিকাকে।যেহেতু বেস্ট ফ্রেন্ড, সেহেতু তার বিয়েতে যেতেই হবে।তা ঠিক আছে, কিন্তু সমস্যা হল যে অফিস থেকে বাসায় ফিরে হাতে মাত্র দুই কি তিন ঘন্টা সময় পাবে রেডি হবার জন্য।শাড়ি ও মেকাপের বিষয়টি নিয়ে নয়নিকা চিন্তিত নয়।তা অনায়াসে সেরে ফেলা যাবে।কিন্তু চেহারায় ফ্রেস ভাব কিভাবে আনবে এত কম সময়ের মধ্যে?একটা গ্লোয়িং ভাব নয়নিকার চাই ই চাই।

আমরা সবাই মাঝেমধ্যে এ ধরনের পরিস্থিতিতে পড়ে থাকি।পার্টিতে একদম পারফেক্ট সাজ চাই অথচ সময় নেই।আজ এখানে একটি ফেস প্যাক নিয়ে লিখবো যা লাগালে চেহারায় একটি উজ্জ্বল ভাব আসে এবং তারপর মেকাপ করলে পুরোপুরি পারফেক্ট একটি লুক আসে।

যা যা লাগবে:

চন্দন পাউডার

মধু

গোলাপ জল

লেবুর রস

টি ট্রি ওয়েল (যে কোন এসেনশিয়াল ওয়েল হলেও চলবে)

সবগুলো উপাদান এক সাথে পরিমাণ মত মিশিয়ে শুকানোর জন্য অপেক্ষা করুন।বিশ মিনিট রাখাই যথেষ্ট। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।দেখবেন আপনার মুখ আগের চেয়ে কয়েক স্টেপ বেশি উজ্জ্বল দেখচ্ছে।এবার বেস মেকাপ করা শুরু করুন।দেখুন কেমন সুন্দর স্কিন দেখাচ্ছে।এটি সত্যিকার অর্থএ একটি চমৎকার ফেস প্যাক।