সেলিব্রিটি মানেই ফিগার কনশাস। কিন্তু, বি-টাউনে বেশ কয়েক জন নায়ক নায়িকা রয়েছেন যাদের পছন্দের তালিকায় রয়েছে ক্যালোরি ফুড। আপনার পছন্দের বলি সেলেবদের এই চয়েসগুলো শুনলে চমকে উঠবেন।
আমির খান: সবেতেই বেশি খুঁতখুঁতে ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। পছন্দ করেন মোগলাই খাবার। স্পাইসি ফুডই বেশি পছন্দ আমিরের।
দীপিকা পাদুকোন: বেঙ্গালুরুতে বড় হয়েছেন দীপিকা। স্বাস্থ্য সচেতন দীপিকার সবচেয়ে বেশি পছন্দ দক্ষিণী খাবার।
রণবীর সিংহ: মাটন খুবই পছন্দ রণবীরের। ভালবাসেন স্পাইসি ফুড। আমাদের এই চকোলেট হিরোর সবচেয়ে বেশি পছন্দ মিষ্টি, চকোলেট, বেসন কা লাড্ডু।
হৃতিক রোশন: স্বাস্থ্যের ব্যাপারে বরাবরই খুঁতখুঁতে হৃতিক। পছন্দ করেন হেলদি ডায়েট। ক্যালোরি মেপে খাওয়া এবং শরীরচর্চা—দু’টোই সবচেয়ে বেশি পছন্দ হৃতিকের। কিন্তু, সুযোগ পেলেই নাকি সিঙ্গাড়ার প্লেট নিয়ে বসে পড়েন। একবারে ডজন খানেক সিঙ্গাড়া নাকি একসঙ্গে খেতে পারেন ‘গ্রিক গড’।
সালমান খান: বলিউডের ‘ভাইজান’ বরাবরই স্বাস্থ্য সচেতন। বি-টউনের অনেক উঠতি তারকাদের জিম এবং শরীরচর্চার টিপস দিয়েছেন তিনি। জানেন কি, সলমন খান কিন্তু খুবই ফুডি। তাঁর পছন্দের খাবার হল বিরিয়ানি।
শহীদ কপূর: নিরামিষ খাবারই বেশি পছন্দ করেন শহীদ কপূর। অনেকেই হয়তো জানেন না শহীদ রান্নাতেও বেশ পটু। তাঁর পছন্দের তালিকায় রয়েছে চিনা খাবার।
অনুষ্কা শর্মা: নিয়মিত শরীরচর্চা এবং ডায়েট করলেও অনুষ্কা কিন্তু খুবই ফুডি। পছন্দ করেন আমিষ খাবার। মায়ের হাতের বাটার চিকেনই সবচেয়ে পছন্দ অনুষ্কার।
আলিয়া ভট্ট: খেতে খুবই ভালবাসেন আলিয়া। পর্দায় তাঁর অ্যাপিয়ারেন্স দর্শকমহলে খুবই জনপ্রিয়। আলিয়ার পছন্দের ডিস শুনলে চমকে উঠবেন। ফ্রেঞ্চ ফ্রাই খেতে নাকি খুবই ভালবাসেন আলিয়া।
সোনম কপূর: মুম্বইতেই জন্ম এবং বেড়ে ওঠা সোনমের। পছন্দ করেন স্ট্রিট ফুড। পাও ভাজি পেলে আর কিচ্ছুটি চান না।
শাহরুখ খান: বলি বাদশার পছন্দের খাবার কী জানেন? ক্রিসপি গ্রিলড চিকেন। তবে, নিরামিষও অপছন্দ নয় শাহরুখের।