চুল পড়ে যাচ্ছে ? চুলের চিন্তায় ঘুম আসছে না ? এই 4টি হেয়ার প্যাক ব্যবহার করে দেখুন। উপকার পাবেনই।
1. মেথি-পাতিলেবুর প্যাক
3 টেবিলচামচ মেথি সারারাত ঠান্ডা জলে ভিজিয়ে রাখুন। পরের দিন ভেজানো মেথি বেটে নিয়ে তার মধ্যে 4 টেবিলচামচ পাতিলেবুর রস মিশিয়ে দিন। চুলে লাগিয়ে 45 মিনিট পরে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। চুলের গোড়া শক্ত হয়। চুল দ্রুত বাড়তে সাহায্য করে।
2. মেথি-নারকোল তেলের প্যাক
3-4 টেবিলচামচ মেথি মিক্সিতে গুঁড়ো করে নিন। 5 টেবিলচামচ নারকোল তেল হালকা গরম করে মেথি গুঁড়োতে মিশিয়ে দিন। এই প্যাক চুলে লাগিয়ে ঘণ্টা দুয়েক বাদে ঈষদুষ্ঞ জলে ধুয়ে নিন। চুলের ঔজ্জ্বল্য বাড়ায়। ডগা ভেঙ্গে যাওয়া প্রতিরোধ করে।
3. মেথি-টক দইয়ের প্যাক
5 টেবিলচামচ টক দইয়ের মধ্যে 3 টেবিলচামচ মেথি সারারাত ভিজিয়ে রাখুন। পরের দিন মিক্সিতে পেস্ট করে চুলের গোড়ায় ভাল করে ম্যাসাজ করুন। 1 ঘণ্টা পরে হালকা গরম জলে চুল ধুয়ে ফেলুন। দইয়ের মধ্যে থাকা ব্যাকটেরিয়া মাথার ত্বকে কোনও ইনফেকশন থাকলে তা দ্রুত সারিয়ে তোলে।
4. মেথি-তিলের তেলের প্যাক
5 টেবিলচামচ তিলের তেল নিয়ে তার মধ্যে অল্প পুদিনা পাতা কুচি এবং 2 টেবিলচামচ মেথি ভিজিয়ে গরম করুন। মেথি ভাঙতে শুরু করলে গ্যাস নিভিয়ে মিশ্রণ ঠান্ডা হতে দিন। এই প্যাক নিয়মিত লাগালে চুলের গোড়া শক্ত হয়। চুলের বৃদ্ধি ভাল হয়।