বাংলাদেশ শিপিং কর্পোরেশনের তিন পদে কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম: উপ-মহাব্যবস্থাপক (জাহাজ মেরামত, ইঞ্জিনিয়ারিং, নটিক্যাল)
পদসংখ্যা: ৩টি
যোগ্যতা: প্রথম শ্রেণীর কম্পিটেন্সী সার্টিফিকেট (মােটর)/ প্রথম শ্রেণির কম্পিটেন্সী সার্টিফিকেট এবং উভয় ক্ষেত্রে উক্ত সার্টিফিকেট প্রাপ্তির পর সমুদ্রগামী জাহাজে ৩ বছরের অভিজ্ঞতা।
বেতনস্কেল: ৫২,২০০-৭৪,৩৪০ টাকা
পদের নাম: উপ-মহাব্যবস্থাপক (শিপ পার্সোনেল, নটিক্যাল/ ইঞ্জিনিয়ারিং)
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: প্রথম শ্রেণির কম্পিটেন্সী সার্টিফিকেট (ডেক/মােটর)/ প্রথম শ্রেণির কম্পিটেন্সী সার্টিফিকেট (মােটর) এবং উভয় ক্ষেত্রে উক্ত সার্টিফিকেট প্রাপ্তির পর সমুদ্রগামী জাহাজে ৩ বছরের অভিজ্ঞতা। অথবা দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেনির স্নাতকোত্তর ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে ৮ বছরের অভিজ্ঞতা।
বেতনস্কেল: ৫২,২০০-৭৪,৩৪০ টাকা
পদের নাম: উপ-মহাব্যবস্থাপক (কার্গো সুপারভিশন এন্ড অপারেশন)
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: প্রথম শ্রেণির কম্পিটেন্সী সার্টিফিকেট (ডেক) এবং উক্ত সার্টিফিকেট প্রাপ্তির পর সমুদ্রগামী জাহাজে ৩ বছরের অভিজ্ঞতা। অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রিসহ সংশ্লিষ্ট কাজে ৮ বছরের অভিজ্ঞতা।
বেতনস্কেল: ৫২,২০০-৭৪,৩৪০ টাকা
আবেদনের নিয়ম: প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজত্রসহ হার্ডকপি পাঠাতে হবে ‘সচিব, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিএসসি ভবন, সল্টগােলা রােড, চট্টগ্রাম’ ঠিকানায়। এবং সংযুক্তিসহ সফটকপি ইমেইলে পাঠাতে হবে [email protected] (cc to [email protected]) ঠিকানায়। আবেদনপত্র আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে পৌঁছাতে হবে।