আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব
গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে অনুষ্ঠিত হচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমা, যার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয় সকাল ৯টা ১১ মিনিটে এবং শেষ হয় ৯টা ৩৬ মিনিটে। মাওলানা জুবায়ের আহমেদ এই মোনাজাত পরিচালনা করেন, যাতে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং মুসলিম উম্মাহ ও দেশের কল্যাণ কামনা করা হয়। মোনাজাতের সময় তুরাগ তীরে উপস্থিত লাখো মুসল্লি তাদের দোয়া এবং প্রার্থনায় অংশগ্রহণ করেন। মোনাজাতের আগে সকাল ৬টা থেকে ঢাকার ৩০০ ফিট, ধওর ব্রিজ এবং ভোগড়া বাইপাস মোড় থেকে ইজতেমাগামী সব যানবাহনের চলাচল বন্ধ ছিল। মোনাজাত শেষে মুসল্লিরা ময়দান ত্যাগ করছেন, এবং তারপরই এসব সড়ক আবার যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। ইজতেমার এই প্রথম পর্বের শেষ মুহূর্তে লাখো মুসল্লি আল্লাহর কাছে তাদের প্রার্থনা পেশ করেন। বিশ্ব ইজতেমার অন্যতম আকর্ষণ ছিল যৌতুকবিহীন গণবিয়ে, যা শনিবার বাদ আসর অনুষ্ঠিত হয়। ইজতেমা ময়দানে ৬৩ যুগলের বিয়ে সম্পন্ন হয়, যা ভারতের মাওলানা যোহাইরুল হাসান পরিচালনা করেন। এ ধরনের বিয়ে প্রতি বছর অনুষ্ঠিত হয়, এবং এটি ইজতেমার একটি বিশেষ দিক হিসেবে পরিচিত। বিশ্ব ইজতেমার ৫৮তম জমায়েত শুরু হয়েছিল বৃহস্পতিবার বাদ মাগরিব, যখন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মাধ্যমে ইজতেমার প্রথম পর্বের সূচনা হয়। প্রথম পর্বের তিন দিনের এই ইজতেমায় লাখো মুসল্লি অংশগ্রহণ করেন, এবং শুক্রবার অনুষ্ঠিত দেশের বৃহত্তম জুমার জামাতেও বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।