টঙ্গীর তুরাগ তীরে বাদ ফজর থেকে শুরু হওয়া শূরায়ী নেজামের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ সোমবার শুরু হয়েছে। সাধারণত, ইজতেমার প্রথম দিন বাদ ফজর থেকে মুসল্লিদের উদ্দেশ্যে আমবয়ান করা হয়, তবে এবার এই ধাপে তা হয়নি। এর পরিবর্তে, মুসল্লিরা খিত্তার সাথীদের সঙ্গে মুজাক্কারা (আলোচনা) করছেন এবং সকাল ১০টায় ভারতের মাওলানা আহমেদ হোসাইন নজমের জামাতের সাথীদের উদ্দেশ্যে বয়ান করবেন।
ইজতেমার শূরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান যে, মুরব্বিদের পরামর্শ অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। রোববার বিকাল থেকে ২২ জেলার মুসল্লিরা ইজতেমা ময়দানে এসে অবস্থান নিয়েছেন, তাদের মধ্যে ঢাকা, মানিকগঞ্জ, সিলেট, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জসহ অন্যান্য জেলার মুসল্লিরা রয়েছেন। তারা তাদের নির্ধারিত খিত্তায় ইবাদত ও বন্দেগিতে মশগুল আছেন এবং ইজতেমা ময়দানে মুসল্লিদের আগমন অব্যাহত রয়েছে।
শূরায়ী নেজামের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এর পর ৮দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাওলানা সাদ আহমদ কান্ধলবী অনুসারিদের বিশ্ব ইজতেমা, যা ১৬ ফেব্রুয়ারি শেষ হবে।