ভ্রমণে খরচ কমানোর উপায় জেনে নিন

ভ্রমণে খরচ কমানোর উপায় জেনে নিন
ভ্রমণের পরিকল্পনা করলে প্রথমেই মনে হয়, “আমি যাব!” কিন্তু পকেট সঙ্গ দেয় না। টাকা না থাকায় ট্রিপের পরিকল্পনা শুরুতেই বন্ধ হয়ে যায়। তবে যদি খরচের দিকে মনোযোগ দিয়ে সময় এবং সুযোগের সঠিক ব্যবহার করতে পারেন, তাহলে কম খরচে ঘুরে আসা সম্ভব—দেশে বা বিদেশে। এজন্য সঠিক সময়ের অপেক্ষা করতে হবে এবং ঝোপের জন্য প্রস্তুত থাকতে হবে। পিক সিজনে সব কিছুই বেশি দামি হয়ে যায়, যেমন যানবাহন বা হোটেল। তাই কম খরচে ভ্রমণ করতে চাইলে এমন সময় বেছে নিন যখন ভিড় কম থাকে। বিমানযাত্রায়, চার-পাঁচ মাস আগে টিকিট কেটে ফেললে মূল্যের অনেকটা কম পাওয়া যায়। এছাড়া লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করেও খরচ কমানো সম্ভব। কয়েকজন বন্ধু মিলে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলে, খরচ ভাগ হওয়ায় প্রতি ব্যক্তির খরচ কমে যায়। একা বেড়াতে গেলে হোস্টেল বা শহরের বাইরে থাকা সস্তা হোটেল বেছে নিতে পারেন। বাইরেও, বিলাসী খাবারের বদলে স্থানীয় বিশেষ খাবার চেখে দেখলে খরচ বাঁচাতে পারবেন। এছাড়া, বিমানে ভ্রমণ করলে ভোরের ফ্লাইটে চড়লে কম দাম পাওয়া যায়, কারণ দিন যত এগোবে, দাম তত বাড়ে।