বেসরকারি ন্যাশনাল ব্যাংক লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি আইটি অডিট প্রফেশনালস পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইন ছাড়াও সরাসরি, কুরিয়ার বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন।
পদের নাম: আইটি অডিট প্রফেশনালস
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: আইটি/সিএস/সিএসই/ইনফরমেশন টেকনোলজি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিআইএসএ, আইএসও/আইইসি ২৭০০১ লিড অডিটর বা সিআইএসএম, সিআইএসএসপি থাকলে ভালো। সিনিয়র প্রিন্সিপাল অফিসার/অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মর্যাদার পদের জন্য আইটি অডিটিং, ইনফরমেশন সিকিউরিটি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ৯ থেকে ১২ বছর; প্রিন্সিপাল অফিসার পদের জন্য পাঁচ থেকে ছয় বছর এবং সিনিয়র এক্সিকিউটিভ অফিসার/এক্সিকিউটিভ অফিসার পদের জন্য তিন থেকে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। আইটি সিস্টেম অডিট, নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার ও কোর ব্যাংকিং অ্যাপ্লিকেশনে দক্ষতা থাকতে হবে। বাংলাদেশ ব্যাংকের আইসিটি রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইনস, সাইবার সিকিউরিটি এবং এএমএল/সিএফটি সিস্টেম সম্পর্ক জানাশোনা থাকতে হবে। অ্যাকসেস কন্ট্রোল, ডাটা ইন্টেগ্রিটি, সিস্টেম চেঞ্জ ও ডিজাস্টার রিকভারিতে দক্ষ হতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীদের এই লিংক (https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1336613&ln=1) থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে। এ ছাড়া সিভিসহ আবেদনপত্র সরাসরি, কুরিয়ার বা ডাকযোগে পাঠানো যাবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, হিউম্যান রিসোর্সেস ডিভিশন, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, হেড অফিস, ১১৬/১, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, রমনা, ঢাকা–১০০০।
আবেদনের শেষ সময়: ২০ ফেব্রুয়ারি ২০২৫।