আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমা

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমা
মহান আল্লাহর কাছে গভীর প্রার্থনা এবং আত্মসমর্পণের মাধ্যমে গত রবিবার তাবলিগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমা শেষ হয়েছে। রাজধানী ঢাকা সংলগ্ন টঙ্গীর তুরাগ নদের তীরে আয়োজিত আখেরি মোনাজাতে মুসলমানদের ঐক্য, শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা, আত্মশুদ্ধি এবং ইহকাল ও পরকালের কল্যাণ কামনা করা হয়। লাখো মুসল্লির 'আমিন, আল্লাহুম্মা আমিন' ধ্বনিতে পরিবেশ মুখরিত হয়ে ওঠে। ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন বিশ্ব তাবলিগ জামাতের দিল্লি মারকাজের শীর্ষ মুরব্বি মাওলানা সাদের বড় ছেলে ইউসুফ বিন সাদ। ৩০ মিনিটের এই মোনাজাতে পবিত্র কোরআন থেকে দোয়ার আয়াত পাঠের পর উর্দু ভাষায় দোয়া করা হয়। মোনাজাতের আগে ঈমান, নামাজ, আমল, তালিম, এলেম, জিকির এবং দাওয়াতের গুরুত্ব তুলে ধরে সমাপনী বয়ান দেন মাওলানা ইউসুফ বিন সাদ, যেটি বাংলায় ভাষান্তর করেন মাওলানা মনির বিন ইউসুফ। আখেরি মোনাজাতের পর মুসল্লিরা ময়দান ছাড়তে শুরু করেন এবং সড়কগুলোতে মুসল্লিদের ভিড় দেখা যায়। তবে, তিন দিনের জামাত ও চিল্লায় অংশগ্রহণকারী মুসল্লিরা ময়দানে রয়েছেন এবং আগামী দিনগুলোতে তাঁরা ময়দান ছাড়বেন। এ ছাড়া ইজতেমার চলমান সময়কালে হামলার হুমকি দেওয়ার অভিযোগে যুবলীগ নেতা রনি সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। এবারের বিশ্ব ইজতেমা একাধিক কারণে আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে প্রথমবারের মতো তিনটি আখেরি মোনাজাতের আয়োজন এবং শবেবরাতের সঙ্গতি ইজতেমায় পালিত হওয়া।