শীতের সময় লেপের নিচে থেকে যেন বের হতেই ইচ্ছে করে না। আর গোসলের কথা মনে হলে যেন মাথায় আকাশ ভেঙ্গে পড়ে।
অনেকে শীতের সময় অনেক দিন পরপর গোসল করে। এতে শীতের প্রকোপ থেকে বাঁচা গেলেও বিভিন্ন সমস্যার সুত্রপাত ঘটে। শীতের ভয়ে গোসল না করলে আমাদের শরীরে এর খারাপ প্রভাব পড়তে থাকে। নিম্নে সে বিষয়ে আলোচনা করা হল-
১. জীবাণুর সংক্রমণ:
প্রতিদিন আমাদের চারপাশে জীবাণুর অভাব থাকে না। আমাদের ফোন, কীবোর্ড ও যাতায়াতের জন্য যানবাহনের মাধ্যমে আমরা প্রতিনিয়ত বিভিন্ন জীবাণুর সংক্রমণের শিকার হই। এই সব জীবাণুর কারণে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন।তাই প্রতিদিন অবশ্যই গোসল করুন।
২. ত্বকের ব্রণ বৃদ্ধি পায়:
যাদের ত্বকে ব্রণ, ফুসকুড়ি ও অন্যান্য সমস্যা রয়েছে তাদের সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে। নিয়মিত গোসল না করলে ঘাম ও মরা চামড়ার দরুন এই সমস্যা আরও বেশি বৃদ্ধি পায়।
৩. শরীরে দুর্গন্ধ হবে:
যারা ঘামের দুর্গন্ধ থেকে মুক্তি পেতে বিভিন্ন সুগন্ধি ব্যবহার করে থাকেন, গোসল না করলে সে সুঘ্রাণ আপনার দুর্গন্ধের কারণ হতে পারে। তাই প্রতিদিন গোসল করুন।