২ মিনিটে বানিয়ে নিন কলার প্যান কেক

২ মিনিটে বানিয়ে নিন  কলার প্যান কেক

উপকরন:

সাগর কলা-২কাপ

ময়দা-২কাপ

বেকিং পাউডার-১চা.চামচ

বেকিং সোডা-১চা.চামচ

লবণ-১চিমটি

সয়াবিন তেল-১কাপ

ডিম-২টি

চিনি-১কাপ

ভেনিলা এসেন্স-১চা চামচ

প্রণালী: বড় সাইজের পাকা সাগর কলা কাটা চামচ দিয়ে 

কুরিয়ে ২কাপ মেপে রাখ।ময়দা,বেকিং পাউডার,বেকিং সোডা,একসাথে চেলে নাও,লবণ মিশা ও।গামলায় তেল ও চিনি একসাথে ফেট।একটি একটি করে ডিম দিয়ে ফেট,ময়দা দু'তিনবারে দিয়ে মিশা ও।কলাওভেনিলা এসেন্স মিশাও ব্যাস ব্যাটার রেডি।এবার ব্যাটার মিশ্রনটি কুকারে দিয়ে দিন।কেক হয়ে গেলে কেকটি কুকার থেকে নামিয়ে নিন ।