নরম ত্বকের জন্য ব্যবহার করতে পারেন দই ও মধু

নরম ত্বকের জন্য ব্যবহার করতে পারেন দই ও মধু

শীতের বাতাসে ত্বক বিবর্ণ হয়ে যাচ্ছে? রুক্ষ ও প্রাণহীন ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন মধু ও দইয়ের ফেসপ্যাক। দইয়ে রয়েছে ল্যাক্টিক অ্যাসিড ও উপকারী ব্যাকটেরিয়া।

মধু প্রাকৃতিকভাবে ব্লিচ করতে পারে ত্বক। এই দুই উপাদানের তৈরি ফেসপ্যাক নিয়মিত ব্যবহারে রুক্ষতা দূর হয়ে ত্বকে আসে প্রাকৃতিক উজ্জ্বলতা। পাশাপাশি ত্বক হয় নরম ও কোমল।

 

যেভাবে তৈরি ও ব্যবহার করবেন ফেসপ্যাক

* একটি পাত্রে ২ টেবিল চামচ ফ্রেশ দই নিন।

* ১ টেবিল চামচ খাঁটি মধু মিশিয়ে নেড়ে নিন।

* পরিষ্কার ত্বকে ফেসপ্যাকটি লাগিয়ে রাখুন।

* ৩০ মিনিট অপেক্ষা করে হালকা হাতে ম্যাসাজ করুন ত্বক।

* ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

* একদিন পর পর ব্যবহার করুন মধু ও দইয়ের ফেসপ্যাক।