বিষয়টি অবাক করার মত হলেও সত্যি। বাংলাদেশে গুগল সার্চে মডেল-অভিনেত্রী সাবিলা নূর রয়েছেন সবার শীর্ষে। বাংলাদেশের মানুষ ইন্টারনেটে চলতি বছর সবচেয়ে বেশিবার খুঁজেছেন সাবিলা নূরকে। শুধু শোবিজের নয় টোটাল পিপল তালিকায় সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে সাবিলাকে। কিন্তু কেন? এর অবশ্য যথার্থ কারণ রয়েছে। এ বছরের শুরুর দিকে সাবিলা হুট করেই যেন হারিয়ে গিয়েছিলেন। এটা গত মার্চের কথা। সেসময় সাবিলা নূরের পরিবারের সাথে যোগাযোগ করা হয়। সাবিলার মা মুসরাত জাহান জানিয়েছিলেন, সাবিলা আমেরিকা গেছে। সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ে ফিল্ম মেকিং নিয়ে লেখাপড়ার জন্য তিন মাসের একটি কোর্সে গিয়েছেন সাবিলা। এরইমধ্যে সাবিলা নূরের নাম দিয়ে একটি চক্র স্ক্যান্ডাল ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েন এ অভিনেত্রী। সেসময় সাবিলা নূরের বন্ধুরা পাশে দাঁড়িয়েছিলেন।চলতি বছরের আগস্টে সাবিলা নূর দেশে ফেরেন। এরপর তাকে পুরো উদ্যমে অভিনয়ে দেখা যায়।
সাবিলা নূর এ বিষয়ে বলেছিলেন, গত ঈদে কোনো নাটকে ছিলাম না। এটা আমার ভক্তদের জন্য যত বড় মিস ততটাই আমার জন্যও। আমিও মিস করেছি দেশকে, ক্যামেরাকে। এখন আমাকে আবারও নিয়মিত দেখতে পাবেন। কিছু নাটকের শিডিউল দিয়েছি। আবার আমি নিয়মিত হচ্ছি। ভক্তদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। আবার নিয়মিত যোগাযোগ হবে। সাবিলা নূরের হুট করে হারিয়ে যাওয়ায় ভক্তরা বিস্মিত হয়েছিলেন। তার ওপর স্ক্যান্ডাল ছড়ানোর চেষ্টা। স্বাভাবিকভাবেই এই অভিনেত্রীকে ভক্তরা ইন্টারনেটে খুঁজতে চেয়েছেন। গুগলের ২০১৭ সালের সর্বাধিক সার্চের তালিকায় শীর্ষে চলে এসেছেন এই তারকা মডেল ও অভিনেত্রী। পিপল ক্যাটাগরিতে শোবিজ তালিকায় সাবিলা নূরের পরেই খোঁজা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানকে। শাকিব খান পিপল তালিকায় রয়েছেন ৪ নম্বরে। তারপরেই রয়েছেন মোশাররফ করিম। তালিকায় দুই নম্বরে পর্ন মিয়া খলিফা ও তিন নম্বরে ক্রিকেট তারকা তাসকিন আহমেদ রয়েছেন।