একজন আর্টিস্টকে ‘আমি আপনাকে চিনি না চিনি না’ বলে শাক দিয়ে মাছ ঢাকা যায়? ধরলাম আমাকে চিনেন না। কিন্তু আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো তো চিনেন।
পাশে থাকবো না বলে উল্টা ‘তাকে চিনি না’ বলে কী জাহির করতে চান আমাদের সিনিয়র আর্টিস্টরা? আমার কোনো ধারনা নেই…
কিসের এত ভয় আপনাদের? কিসের পিছুটান? একবারও কী তারা বুকে হাত দিয়ে বলতে পারছেন আমার কথাগুলো মিথ্যা? কিন্তু আমাকে ছোট করে অন্যায়কে অস্বীকার করে তারা জাতির কাছে কী খুব বড় হয়েছেন? জাতির বিবেকের কাছে প্রশ্ন থাকলো…