ট্রাম্পের সঙ্গে প্রেমের বাষ্পে নিকির ‘ফুঁ’

ট্রাম্পের সঙ্গে প্রেমের বাষ্পে নিকির ‘ফুঁ’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জাতিসংঘে মার্কিন দূত নিকি হেলির প্রেমের সম্পর্ক ছিল বলে খবর রেটেছে। তবে প্রেমের এই বাষ্প ফুঁ দিয়ে উড়িয়ে নিকি বলেছেন, এটা ‘চরম আপত্তিকর’ ও ‘বিরক্তিকর’। ট্রাম্পকে নিয়ে লেখা ‘ফায়ার অ্যান্ড ফিউরি’ বইয়ের লেখক মাইকেল উলফ এই প্রেমের সম্পর্কের কথা বলেছেন।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে মাইকেল উলফ বলেন, ট্রাম্পের সঙ্গে নিকির প্রেমের সম্পর্ক ছিল। তিনি তাঁর বইয়ে এ বিষয়ে বিস্তারিত লিখেছেন। বইয়ে তিনি লিখেছেন, ট্রাম্প প্রশাসনের সবচেয়ে ডাকসাইটে নারী নিকি। তিনি নিজেকে প্রেসিডেন্টের নিকটতম উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠা করতে চান। তিনি প্রেসিডেন্টের উড়োজাহাজ ও ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত দীর্ঘ সময় কাটান।

 

মাইকেল উলফের এসব কথার পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন নিকি হেলি। তিনি পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে বৃহস্পতিবার বলেন, ‘এটা কোনোভাবেই সত্য নয়। এটা চরম আপত্তিকর ও বিরক্তিকর।’

 

প্রেসিডেন্টের উড়োজাহাজ ও ওভাল অফিসে একান্ত সময় কাটানোর অভিযোগ সম্পর্কে বলেছেন, ‘আমি প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে আক্ষরিক অর্থে একবারই চড়েছি। আমি যখন ছিলাম, তখন আরও অনেকে সেখানে উপস্থিত ছিলেন।’ নিকি হেলি বলেন, ‘মাইকেল উলফ বলেছেন যে আমি আমার রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল করতে ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলাপ করেছি। এ বিষয়ে আমি বলতে চাই, এমন কোনো কথা প্রেসিডেন্টের সঙ্গে আমার কখনো হয়নি। আমি একা কখনো তাঁর সঙ্গে সেখানে থাকিনি।’

 

নিকি হেলি এমন গুজব রটানোর জন্য অল্পসংখ্যক পুরুষের যৌন বৈষম্যমূলক আচরণকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘বেশির ভাগ পুরুষ নারীদের সম্মান করেন। তবে অল্প কিছুসংখ্যক পুরুষ নারীকে সম্মান করতে জানেন না। তাঁরা তখন নারীকে নিয়ে এমন গুজব রটান। মনে করেন, একমাত্র এর মাধ্যমেই নারীকে টেনে নিচে নামানো সম্ভব।’