চার বছর পর টেস্ট দলে আব্দুর রাজ্জাক

চার বছর পর টেস্ট দলে আব্দুর রাজ্জাক

সাকিব আল হাসানের বদলে আগের রাতেই নেওয়া হয়েছিল তানবীর হায়দার ও সানজামুল ইসলামকে। রোববার যোগ হলেন আরও একজন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজ্জাককে চট্টগ্রাম টেস্টের দলে নেওয়ার কথা জানায়।

রোববার সন্ধ্যাতেই চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিয়েছেন রাজ্জাক। সবশেষ টেস্ট খেলেছিলেন এই চট্টগ্রামেই, ২০১৪ সালের ফেব্রুয়ারিতে। প্রতিপক্ষ সেবারও ছিল শ্রীলঙ্কা।

বিবিসি বাংলাকে বলেন, তিনি ভাবতে পারিনি এভাবে ডাক আসবে

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দলে ডাক পেয়েছেন ৩৫ বছর বয়সী বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক।

রাজ্জাক জাতীয় দলে অনেক দিন না খেললেও নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলছেন। তাই নিজের ফিটনেস নিয়ে বেশ আশাবাদী তিনি।

তিনি বলেন, "ইনজুরির কথা তো বলা যায় না কখন কি হয়? তবে শেষ কদিন ধরেই চার দিনের ম্যাচ খেলছি এবং টেস্ট খেলার জন্য পুরোপুরি প্রস্তুত আমি।"