চট্টগ্রাম টেস্টে সানজামুল ইসলাম এর অভিষেক

চট্টগ্রাম টেস্টে সানজামুল ইসলাম এর অভিষেক

‘ছয়জন স্পিনার থাকা তারমানে আপনারাও হয়তো গেস করতে পারছেন কি হতে যাচ্ছে।’ আগের দিন উইকেট নিয়ে এভাবেই বলেছিলেন চট্টগ্রাম টেস্টে টাইগারদের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ঘরের মাঠে সম্প্রতিক সময়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে স্পিন দিয়েই বধ করেছে বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষেও স্ট্যাটেজি ভিন্ন কিছু নয়। আর এ ম্যাচে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে তিন জন বিশেষজ্ঞ স্পিনার দিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও সানজামুল ইসলাম রয়েছেন একদশে। যেখানে প্রথমবারের মতো টেস্ট ক্যাপ পড়তে যাচ্ছেন সানজামুল।

প্রায় চার বছর পর অনেকটা হঠাৎ করেই ডাক পান ৩৫ বছর বয়সী রাজ্জাক। সাকিব আল হাসান না থাকায় একাদশে থাকারও জোরালো সম্ভাবনা ছিল। কিন্তু লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের অপেক্ষাটা আরও দীর্ঘায়িত হলো তার।

সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে লঙ্কানদের বিপক্ষেই ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে ছিটকে যান সাকিব। তার অনুপস্থিতিতে টেস্টে টাইগারদের দশম অধিনায়ক হিসেবে নেতৃত্বের অভিষেক হলো ডেপুটি মাহমুদউল্লাহ রিয়াদের।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম. মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সানজামুল ইসলাম।