নেইমার মানেই গোল। আর গোলও তে যে সে গোল নয়। প্রতিপক্ষকে বোকা বানিয়েই যেন গোল দিতে পছন্দ করেন বেশি। এবার সেই গোল করারই একটি রেকর্ড ভাঙ্গলেন তিনি। সেটাও আবার নিজের রেকর্ডই নিজে ভাঙ্গলেন। কি সেই রেকর্ড?
২০১৮ সালের জানুয়ারী মাসে নেইমার মোট গোল করেছেন ৯টি। যা এক মাসে তার করা সর্বোচ্চ গোল। নাহ, সর্বোচ্চ গোল বললেও ভূল হবে। বলতে হবে, ২০১৩ সালের এপ্রিলের পর একই মাসে তার করা সর্বোচ্চ গোল।
এই সময়ে তিনটি ট্রুনামেন্টের চারটি ম্যাচ খেলেছেন
নেইমার। ফ্রেঞ্চ লিগ কাপে রেনেসের বিপক্ষে গোল করেছেন ২টি। এরপর ফ্রেঞ্চ কাপেও অ্যামিয়েন্সের বিপক্ষে গোল করেছেন একটি। আর লিগ ওয়ানের ম্যাচে ডিজনের বিপক্ষে তো রীতিমত একাই বিধ্বস্ত করেছেন প্রতিপক্ষকে। করেছেন হ্যাটট্রিকসহ ৪টি গোল। আর বাকি দুটি গোল এসেছে লিগ ওয়ানের আরেক ম্যাচে মন্টপিলিয়ের বিপক্ষে।
জানুয়ারী মাসেই কয়েকটা ম্যাচে খেলতে পারেনি নেইমার। যদি তিনি খেলতেন তাহলে নি:সন্দেহে গোল আরো বাড়ত সেটা বলাই যায়।