ফেরদৌস এর বিপরীতে হলিউড অভিনেত্রী সেলিন বেরন

ফেরদৌস এর বিপরীতে হলিউড অভিনেত্রী সেলিন বেরন

জিএম ফারুক পরিচালিত ‘যদি একটু সময় পেতাম’ চলচ্চিত্রে চিত্রনায়ক ফেরদৌস এর বিপরীতে অভিনয় করবেন হলিউড অভিনেত্রী সেলিন বেরন।

 

মোশন পিকচার্স প্রযোজিত চলচ্চিত্রটির শ্যুটিং শুরু হয়েছে আজ ৩ ফেব্রুয়ারি থেকে।

 

১ ফেব্রুয়ারি ঢাকা ক্লাবে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয়। এর আগে সম্প্রতি ইস্ট লন্ডনের একটি রেস্তোরাঁতেও ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ও লন্ডনে চলচ্চিত্রটির চিত্রধারণ হবে।

 

চলচ্চিত্রটির কাহিনি এগিয়েছে লন্ডনে বসবাসরত বর্তমান তৃতীয় প্রজন্মের যাপন ও পরিচয় সংকট নিয়ে। তারা কী ব্রিটিশ না বাঙালি? এমনই প্রশ্নের উত্তর খোঁজা হবে চলচ্চিত্রটির মাধ্যমে।

 

চলচ্চিত্রটির মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিষেক ঘটবে সেলিন বেরনের। পিতা ডেনমার্কের ও মা কলকাতার বাঙালি হওয়ায় সেলিন বেড়ে উঠেছেন মিশ্র সংস্কৃতির ভেতর।

 

আমেরিকার টেক্সাসে জন্ম নেয়া এ অভিনেত্রী নাচ দিয়ে শুরু করলেও পরবর্তীতে অভিনয়ে জড়ান। ইতিমধ্যেই হলিউডের ১৩টি স্বল্পদৈর্ঘ্য, বেশকিছু টেলিভিশন কাহিনিচিত্রে অভিনয় করেছেন তিনি।