বইমেলায় আসছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের লেখা শিশুতোষ গল্প ‘হালুম’।
গতকাল রোববার বিকেলে সাকিব আল হাসান ফেসবুকে ফেরিফাইড পেইজে এ তথ্য জানিয়ে স্ট্যাটাস দেন।
পার্ল পাবলিকেশনস প্রকাশিত এ বইটি আজ সোমবার পাওয়া যাবে একুশের বইমেলার ৬ নম্বর প্যাভিলিয়ানে।
বাংলাদেশ জাতীয় ক্রিকেটের দলের টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক থাকবেন বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত।
টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি তিন ফরমেটের আন্তর্জাতিক ক্রিকেটেই এখন এক নম্বর অলরাউন্ডার বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চোট পাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলা হচ্ছে না সাকিবের। তবে ওই সিরিজের পারফরমেন্সই সাকিবকে ওয়ানডেতে আবারও শীর্ষে তুলেছে। সিরিজে দুই ফিফটিতে ৪০.৭৫ গড়ে ১৬৩ রান করেছেন সাকিব, ১৭.১১ গড়ে নিয়েছেন ৯ উইকেট। বর্তমানে ৩৬০ রেটিং পয়েন্ট নিয়ে এখন এক নম্বরে সাকিব আর ৩৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে হাফিজ।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সাকিব এগিয়েছেন তিন ধাপ। উঠেছেন ৩০ নম্বরে। ১৬ নম্বর জায়গা ধরে রেখে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় সবার ওপরে বিরাট কোহলি। ৪ পয়েন্ট কমে তার ঘাড়ে নিশ্বাস ফেলছেন ডি ভিলিয়ার্স।