ঢাকার অদূরে মানিকগঞ্জে আজ থেকে শুরু হয়েছে দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় জুটি সাইমন-মাহিকে নিয়ে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত নতুন ছবি ”আনন্দ অশ্রু”র শুটিং। এ প্রসঙ্গে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বললেন,”আজ থেকে শুরু হলো ”আনন্দ অশ্রু”র ছবিটির শুটিং। এখানে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত টানা শুটিং চলবে ছবিটির। তারপরের কাজ হবে ঢাকায়। এটি পুরোপুরি একটি নতুন মৌলিক গল্পের ছবি। আর সাইমন-মাহিকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। আশা করছি সবার জন্য উপভোগ্য একটি ছবি উপহার দিতে পারবো।” আর চিত্রনায়ক সাইমন বললেন,”এটি একেবারেই নতুন মৌলিক গল্পের ছবি। মানিক ভাই বরাবরই ভিন্ন ধরণের কাজ করতে পছন্দ করেন। এই ছবির ক্ষেত্রেও তাই হচ্ছে। এই ছবিতে আমার চরিতের নাম ফরহাদ আর মাহির চরিত্রের নাম শিরি। আশা করি আমাদের দুজনের চরিত্রের নাম দেখেই বুঝা যাচ্ছে এটি একটি রোমান্টিক গল্পের ছবি। আশা করছি সবার ভাল লাগার মতো একটি রোমান্টিক ছবি দর্শকরা দেখতে পাবেন।” উল্লেখ্য,এর আগে মোস্তাফিজুর রহমান মানিকের ”জান্নাত” ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন সাইমন-মাহি। সেই ছবিটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।