সব রকমের ক্রিকেট থেকে অবসর নিলেন ব্র্যাড হজ। শারীরিক সমস্যার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। ৪৩ বছরের হজ রোববার শেষ হওয়া বিগ ব্যাশ লিগেও খেলেছেন।
এটাই তার শেষ টুর্নামেন্ট বলে জানিয়েছেন তিনি। একই দিনে ক্রিকেট ছেড়েছেন ডগ বোলিঙ্গার। এক দিনে অবসরে গেলেন অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার।
বিগ ব্যাশ লিগে অস্ট্রেলিয়ান এই তারকা ক্রিকেটার খেলছেন মেলবোর্ন রেনেগেডসের হয়ে। কিন্তু পুরো টুর্নামেন্টে খেলতে পারেননি তিনি। অ্যাপেন্ডিসাইটিসের সমস্যার জন্যই তাকে সরে দাঁড়াতে হচ্ছে।
দেশের হয়ে ৬টি টেস্ট, ২৫টি ওয়ানডে ও ১৫টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন ব্র্যাড হজ। ২৫ বছরের ডোমেস্টিক ক্রিকেটে সব ফরর্ম্যাট মিলে তার মোট রান ৩৩ হাজারের বেশি।
এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন হজ। তার অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার হয়েছে এবং সেটাই ক্রিটিক্যাল হয়ে গিয়েছিল।
হজের দিনে ক্রিকেটকে বিদায় বলেছেন অস্ট্রেলিয়ান পেসার ডগ বোলিঙ্গারও। ৩৬ বছরের এই পেসার দীর্ঘদিন ধরেই জাতীয় দলে ব্র্যাত্য ছিলেন।
অজিদের হয়ে ১২টি টেস্ট ম্যাচ খেলে উইকেট পেয়েছেন ৫০টি। আর ৩৯ ওয়ানডে ম্যাচে উইকেট সংখ্যা ৬২। দলের হয়ে ৯টি টি-টুয়েন্টিও খেলেছেন। নিউ সাউথ ওয়েলসের হয়ে প্রথম শ্রেনীর ম্যাচ খেলেছেন ১২৪টি। এই ফরম্যাটে উইকেট পেয়েছেন ৪১১টি।