মেহেদি মিরাজের গল্পটা শুরু হয় সেই বয়সভিত্তিক দল থেকেই। বাবা জালাল উদ্দিন না চাইলেও একের পর এক সাফল্যের পর চলে যান এক অনান্য উচ্চতায়। নিজের টেস্ট ক্যারিয়ারের অভিষেকেই তুলে নেন ১৯ উইকেট।
সেই মেহেদী মিরাজেই প্রথম থেকেই ক্রিকেটের পাশাপাশিই চালিয়ে যান পড়াশুনা। আর বাবা জালাল উদ্দিনেরও স্বপ্ন একটাই। খেলার পাশাপাশি পড়াশুনা যেন বন্ধ না হয় মিরাজের। আর বাবার সেই স্বপ্নটাই পূরন রাখলেন মিরাজ।
২০১৭ সালে এইচএসসি পাশ করেই মিরাজ আজ ভর্তি হোন নর্থ সাউথ ইউনিভার্সিটিতেই। আর সেই ভার্সিটিতেই ইনভায়রোমেন্টাল সাইন্সে আজ অফিসিয়ালভাবে ভর্তি হোন মিরাজ।