আবার প্রবল ভূমিকম্পে কেপে উঠল তাইওয়ানের হুয়ালিয়েন৷ ৫.৭ রিখটার স্কেলের এ ভূমিকম্পে শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ গতকাল বুধবার ৬.৪ মাত্রার ভূমিকম্পের পর ফের আজ স্থানীয় সময় রাতে কেঁপে ওঠে তাইওয়ান৷ হুয়ালিয়ানের উত্তরপূর্বে ২১ কিলোমিটার দূরে ১১ কিলোমিটার গভীরতার ভূমিকম্পের উৎসের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে একটি মার্কিন সংবাদ সংস্থা৷
পরপর দুটি কম্পনের জেরে প্রায় তছনছ হয়ে গিয়েছে তাইওয়ান শহর৷ ভেঙে পড়েছে বেশ কয়েকটি বাড়ি৷ ভূমিকম্পে বিপর্যস্ত হয়ে গিয়েছে হাসপাতাল৷
এদিনের জোড়া ভূমিকম্পে জেরে ইতিমধ্যেই প্রায় ৪০ হাজার বাড়িতে পানির সংযোগ নষ্ট হয়ে গিয়েছে৷ বিদ্যুৎ সংযোগ নেই প্রায় ২ হাজার বাড়িতে৷ সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মার্শাল হোটেলের৷ কম্পনের ধাক্কায় হোটেলটি একদিকে হেলে গিয়ে মাটিতে শুয়ে পড়েছে৷ উদ্ধারকারী দল ক্রেনের সাহায্যে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া মানুষদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে৷ নিহত ও আহসের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে৷