সম্প্রতি পার্লামেন্ট সদস্যদের বিরুদ্ধে একের পর এক যৌন হয়রানির অভিযোগ ওঠে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে দেশটির প্রধানমন্ত্রী পার্লামেন্ট সদস্যদের সমন্বয়ে আন্তদলীয় ওয়ার্কিং গ্রুপ গঠন ও যৌন হয়রানি প্রতিরোধে পার্লামেন্টে নিপীড়নের ঘটনা অনুসন্ধানের নির্দেশ দেন।
আর সেই অনুসন্ধানে উঠে আসে যৌন হয়রানির এক ভয়ংকর চিত্র। যুক্তরাজ্যের পার্লামেন্টে কাজ করেন এমন প্রতি ৫ জনে একজন যৌন হয়রানির শিকার হয়েছেন। এমনই তথ্য উঠে এসেছে দেশটি পার্লামেন্টের এক প্রতিবেদনে।
যুক্তরাজ্যের পার্লামেন্ট হাউস অব কমন্সের নেতা আন্দ্রে লিডসম বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশ করেন। অনুসন্ধানে পার্লামেন্টের সব ধরণের কর্মীদের সাক্ষাৎকার নেয়া হয়। পার্লামেন্টের প্রায় ১ হাজার ৩৭৭ জন কর্মীর সঙ্গে কথা বলে প্রতিবেদন তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুধু যৌন হয়রানি নয়, পার্লামেন্টের ৩৯ শতাংশ কর্মী কর্মস্থলে নির্যাতন ও হয়রানির কথা স্বীকার করেন। এসব কর্মীদের মধ্যে ৪৫ শতাংশ নারী ও ৩৫ শতাংশ পুরুষ।